নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পাঁচটি জেলার ৪২ টি অভিক্ষা কেন্দ্র নিয়ে অনুষ্ঠিত হলো অপরাজেয় মেধা অন্বেষণ ২০২৪। দ্বিতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণী মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৪২৫ জন।সংস্থা সূত্রে জানা যায় আগামী বছর ৭ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই অভীক্ষা ২০২৫ ।
শহর এবং গ্রামের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে বিগত বছরের ন্যায় এ বছরও’ অপরাজেয় মেধা অন্বেষণ অভীক্ষা-২০২৪ এর আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন।এই পরীক্ষাটিতে মূলতঃ দ্বিতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। পুরুলিয়া,হুগলি,পশ্চিম মেদিনীপুর,পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই পাঁচটি জেলার মোট ৪২ টি অভীক্ষা কেন্দ্রে মোট ৬৪২৫ জন পরীক্ষার্থী এই অভীক্ষায় অংশ নেয়।অভীক্ষা ঘিরে অভীক্ষার্থীর মধ্যে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।এই অভীক্ষার আহবায়ক অশোক পাত্র বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে বলেন যে,”এই বছর বেশ নির্বিঘ্নেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়েছে।অভীক্ষা নিয়ামক কাঞ্চন ঘড়া বলেন,”আগামী বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখে অভীক্ষাটি নেওয়া হবে ।