Medinipur:বেশ কিছু আলোচনার ভিত্তিতে রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার এন্ড হেলথঅ্যাওয়ারনেসের চতুর্থ বার্ষিক জেনারেল মিটিং

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বেশকিছু দাবি-দাবা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত হলো রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েলফেয়ার এন্ড হেলথ অ্যাওয়ারনেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক।মূলত চতুর্থ বর্ষে পদার্পণ এই জেনারেল মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন এই সংস্থার সমস্ত সদস্য সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।আগামী দিনের কর্ম ও কার্যপদ্ধতি সেইসঙ্গে স্বর্গীয় অলোক কুমার ভট্টাচার্যের মূর্তি স্থাপন নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা।

রুরাল মেডিকেল প্রাকটিশনার ওয়েল ফেয়ার এন্ড হেলথ এয়ারনেস এসোসিয়েশন চতুর্থ বার্ষিক জেনারেল মিটিং আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য হলো মেদিনীপুর,খড়গপুর,কেশপুর,মানিকপুর থেকে আগত সমস্ত জেনারেল ডাক্তারদের নিয়ে বিভিন্ন আলোচনা।সেই সঙ্গে এই সংগঠনের কার্যকরি সভাপতি স্বর্গীয় ডঃ অলোক কুমার ভট্টাচার্য এর মূর্তি স্থাপন এবং বার্ষিক জেনারেল মিটিং।এই অনুষ্ঠানে মেদিনীপুর শহরের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন চিকিৎসক শৌভিক চক্রবর্তী,ক্যান্সার specialist চিকিৎসক মৌমিতা মাইতি,প্রসূতি চিকিৎসক সৌমেন দাস,আইনজীবী শান্তি দত্ত ও scan center director দেবাশীষ সেনগুপ্ত।পাশাপাশি ছিলেন সংগঠনের সভাপতি ডঃ দেবব্রত চ্যাটার্জী,কার্যকরি সভাপতি মলয় রথ,সম্পাদক ডঃ এম আহমেদ।এইদিনের এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই সংগঠনের excutive member শিবু রানা।

সংগঠনের সভাপতি দেবব্রত চ্যাটার্জি বলেন আমাদের বেশ কিছু দাবি দাওয়া এবং গুরুত্বপূর্ণ আলোচনার ভিত্তিতে অনুষ্ঠিত হলো চতুর্থতম এই জেনারেল বৈঠক।যে বৈঠকের পুরনো দিনের বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে,আলোচনা হয়েছে নতুন কমিটি নিয়ে। এরই সঙ্গে স্বর্গীয় অলোক কুমার ভট্টাচার্যের মূর্তি স্থাপন নিয়ে আলোচনা হয়েছে।আলোচনা করেছি আমরা আগামী দিনের কর্মপদ্ধতি এবং বিশেষ অনুষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তার মতামত নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করানোর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in