Byelection Midnapore: নির্দিষ্ট সময় অনুসারে শুরু হল উপনির্বাচনের ভোট পর্ব!তবে ভোটের লাইনে ভোটারের সংখ্যা কম

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোট শুরু হলেও সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৪% এরকমই পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধান সভা উপ-নির্বাচনের। যদিও সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩০%।

মূলত এদিন ছিল উপনির্বাচন এবং সকাল থেকেই ভোট পর্ব শুরু হয় মেদিনীপুরের ৩০৪ টি বুথে।তবে প্রথম থেকে ভোটারের সংখ্যা কম হলেও বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের অভিযোগ উঠে আসে।এরই সঙ্গে প্রধান বিরোধী বিজেপি অভিযোগ করে তাদের কর্মী সমর্থক বুথ এজেন্ট মন্ডল সভাপতিদের পুলিশ বিনা কারণে তুলে নিয়ে গেছে থানায় আটকও করেছে।একজন মন্ডল সভাপতি কে মারধরের অভিযোগ করেছে বিজেপি।এই ঘটনায় বিজেপি প্রার্থী শুভজিৎ রায় মেদিনীপুর গুড়গুড়ি পাল থানায় গিয়ে একপ্রকার প্রতিবাদও করেছেন।সেই সঙ্গে কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি থানার দ্বারস্থ হয়েছেন।এরই পাশাপাশি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একাধিক অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে।যদিও পুলিশের বিরুদ্ধে এক ও একাধিক অভিযোগ করেছে বিজেপি। অন্য দিক দিয়ে ভোটের ভোটারের সংখ্যা লাইনে কম হওয়ায় ভোট পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য,নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী ২৩৬ নং মেদিনীপুর বিধানসভার এবারে ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন।যার মধ্যে মহিলা ভোটার ১,৪৮,১০০ জন পুরুষ ভোটার ১,৪৩,৫৪২ জন।এবারে মোট পোলিং স্টেশন করা হয়েছে ৩০৪ টি।মোট মহিলা বুথের সংখ্যা দুটি,সেক্টর ২৫ টি। পুরো বিধানসভায় চষে বেড়াবে চারটি ফ্লাইং স্কোয়াড টিম।এরই পাশাপাশি থাকছে ওয়েব কাস্টিং,CAPF ডেপ্লয়েড ১০০% করা হয়েছে।এবারে আগের বারের মতনই PWD ভোটার থাকছে ৭৮২ জন পাশাপাশি ৮৫ + বয়সের ভোটার ২৬০৭ জন।থার্ড জেন্ডার মাত্র একজন ভোটার।

আগের বারের মতন এবারে VVPAT থাকছে ৫৯৪ টি,CU – ৫৯৩,BU – ৬০৬ টি।প্রতিবারের মতন এবারেও হেল্পলাইন থাকছে ১৯৫০ নম্বর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in