নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির।বিশেষ দিনে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর 136 তম জন্মদিনে শ্রদ্ধা জানালো এই সোসাইটির মানুষজন।গান আবৃতি ও বিশিষ্ট বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে উদযাপন হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।
মঙ্গলবার ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস আর এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে পদযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করল মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটি।মূলত এদিন এই হ্যান্ডিক্যাপড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যের তরফ থেকেও ক্ষুদিরাম বসুর 136 তম জন্মদিন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়।এ দিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রথমে সোসাইটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সোসাইটি কাছ থেকে।বিশিষ্ট মানুষ ও ব্যান্ডপার্টি সহযোগী সেই বর্ণাঢ্য পদযাত্রা কালেক্টরেটে গিয়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয়।এরপর গান্ধী মূর্তিতে মাল্যদান,পরপর রবীন্দ্রনাথ ও নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর সোসাইটিতে ফিরিয়ে আসে এই মিছিল।এরপর এই সোসাইটির বিশেষ ভাই-বোনেরা কবিতা,আবৃত্তি গানের মধ্য দিয়ে এই বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করে।এইদিন এই অনুষ্ঠানের পাশাপাশি দুটি ট্রাই সাইকেল ও একটি হুইলচেয়ার প্রদান করা হয় বিশেষ সক্ষম প্রাপ্ত এই ভাই বোনদের।
বিশিষ্ট অতিথি হিসেবে এদিন উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,বিশিষ্ট সমাজসেবী চন্দন বসু,কাউন্সিলার মিতালী ব্যানার্জি, Dr.দিলীপ শাসমল,BCDA এর কর্মকর্তা বিশ্বজিৎ পাণ্ডা,গৌতম মল্লিক সহ অন্যান্যরা।এই দিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন সোসাইটির সম্পাদক অলোক কুমার ঘোষ ও সভাপতি অসিত মহাপাত্র।
এ বিষয়ে সোসাইটি সম্পাদক অলোক কুমার ঘোষ বলেন,”বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ নয়,আমরা দীর্ঘদিন ধরে উদযাপন করে আসছি।এবারে আমরা বিপ্লবী ক্ষুদিরাম বসু 136 তম জন্মদিনে বিশেষ শ্রদ্ধা নিবেদন করলাম।আমাদের এই সংস্থার পাশে বহু মানুষ এসে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।এবারও আমরা দুটি ট্রাই সাইকেল ও একটি হুইলচেয়ার প্রদান করেছি বিশেষ সক্ষম প্রাপ্ত ভাই-বোনদের।আজকের বিশেষ দিনে আমাদের সোসাইটিতে বক্তব্য রেখে অনুপ্রাণিত করেছেন বিশিষ্ট বক্তারা।