নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
একদিকে বন্যা প্লাবিত অন্যদিকে আরজিকর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। এরই মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করালো, দ্য মিশন হসপিটাল দুর্গাপুর। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন ওরফে BGTA। এদিন হার্ট,নিউরো,জেনারেল মেডিসিন সহ বিভিন্ন চিকিৎসা নিয়ে চিকিৎসা করেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ।
দ্য মিশন হসপিটাল দুর্গাপুর এবং বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে মেদিনীপুর রাঙ্গামাটি কিরণময়ী হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষণ শিবির। এদিন এই শিবিরের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন এলাকার বিশিষ্ট আধিকারিক বৃন্দ এবং সেই সঙ্গে ছিল এই হসপিটালের বিশিষ্ট কর্তৃপক্ষ উদ্যোক্তা এবং বিশিষ্ট চিকিৎসকেরা।হার্ট,জেনারেল,মেডিসিন,নিউরো সহ বিভিন্ন বিভাগে শতাধিক রোগীকে চিকিৎসা করেন এই হাসপাতালের ডাক্তার বাবুরা।যা ঘিরে ছিল এলাকায় বিশেষ উৎসাহ উদ্দীপনা।এই টিচার্স অ্যাসোসিয়েশনের পরিবারের লোকেরা সহ এলাকার মানুষ উপস্থিত হয়েছিলেন এই স্বাস্থ্য শিবিরে।এই স্বাস্থ্য শিবিরে ডাক্তারবাবুরা যেমন মানুষকে চিকিৎসা করেন সেই সঙ্গে মেডিসিন দেন এবং কিভাবে ভালো থাকা যায় তার টিপস দেন তারা।
এই দিন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর লীলাবতী ঠাকুর,ডঃ মানস রঞ্জন,ডক্টর সন্দীপ সিংহ।এই দিনের পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন সংস্থার Business Development Executive অংশুমান অতীর্থী।