নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
উপ রাষ্ট্রপতি রাজদীপ ধনখড় কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর মিমিক্রি আর তাতে প্রতিবাদে নামল বিজেপির মহিলা মোর্চা।মেদিনীপুরের মহিলা মোর্চার তরফ থেকে একটি ধিক্কার মিছিল বের হয় এবং জেলা কালেক্টরেটে গিয়ে কুশপুতুল দাহ করা হয়। যার নেতৃত্ব দেন মহিলা মোর্চার অন্যতম নেতৃত্ব পারিজাত সেনগুপ্ত।
উপ রাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই এবার তার বিরুদ্ধে পথে নামল বিজেপির মহিলা মোর্চা।এদিন মেদিনীপুর শহর জুড়ে একটি ধিক্কার মিছিল বের হয়।এরপর সেই জেলা কালেক্টরেটে সেই মিছিল হয়ে বিক্ষোভ দেখায়। ওখানে বিক্ষোভে বক্তব্য বক্তারা বক্তব্য রাখেন।এরপরই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে আগুন লাগিয়ে দাহ করেন।দাহ করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।এরই সঙ্গে তার স্লোগান দিতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,মমতা ব্যানার্জি ও তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে।প্রসঙ্গত উল্লেখ্য সংসদে বিভিন্ন রকম কার্যকলাপের জন্য প্রায় দেড়শ জন রাজ্য ও লোকসভার সাংসদদের বহিষ্কার করেছেন উপ রাষ্ট্রপতি।আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে।তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছে বিরোধী দলগুলি। আর তা নিয়েই ধনখড়ের বিরুদ্ধে অসম্মানজনক মিমিক্রি করে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।যা নিয়েই রাস্তায় প্রতিবাদে করছে বিজেপি।
মহিলা মোর্চার মেদিনীপুরের নেতৃত্ব পারিজাত সেনগুপ্ত বলেন দেড়শ জন সাংসদকে বহিষ্কার করার পর আমাদের দেশের উপ রাষ্ট্রপতি রাজদীপ ধনখড়ের বিরুদ্ধে কুরুচিকর অঙ্গভঙ্গির মাধ্যমে মিমিক্রি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আমরা তাই ইন্ডিয়া জোটের নায়ক ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল দাহ করলাম।কারণ এর আগেও তিনি এক ধর্ষণকাণ্ডেও কুরুচিকর মন্তব্য করেছেন।আমরা রাজনীতিগতভাবে তার কুশ পুতুল দাহ এবং তাকে তীব্র ধিক্কার জানালাম।