Morcha President Bail:ভোট শেষ হতেই জামিন পেল বিজেপির যুব মোর্চা সভাপতি!ছাড়া পেয়েই সৌমেন খানকে করলেন চ্যালেঞ্জ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোটের আগে গ্রেপ্তার হওয়া বিজেপির যুব মোর্চা সভাপতি আশীর্বাদ ভৌমিক ছাড়া পেলেন মঙ্গলবার।তিন দিনের জেল হেফাজতের পর জামিনে ছাড়া পেতেই তাকে ঘিরে উৎসাহ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন কর্মী সমর্থকরা।বিজেপি যুব মোর্চা সভাপতি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানকে দিলেন হুমকি বললেন ৪ই জুন নবান্নে তালা লাগিয়ে দেবে জনতা।

ষষ্ঠ দফায় ভোট ছিল মেদিনীপুর লোকসভার আর মেদিনীপুরের প্রার্থী ছিলেন বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পাল।তবে এই ভোটের আগের দিন রাতেই পুলিশ গ্রেফতার করে বিজেপির যুব মোর্চা সভাপতি আশীর্বাদ ভৌমিক কে।যা নিয়ে চাঞ্চল্য ও উত্তেজনা ছিল জেলা শহরে।যদিও সেই ঘটনার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি।এই ঘটনার প্রতিবাদে জেলা কালেক্টরেটের গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল।কিন্তু তাতেও সমাধান হয়নি।পুলিশ প্রশাসন এই যুব সভাপতির বিরুদ্ধে থানায় তালা লাগানো এবং মিঠুন চক্রবর্তীর র‍্যালিতে তৃণমূল সমর্থকের সঙ্গে গন্ডগোলের অভিযোগ এনেছিল এই আশীর্বাদ ভৌমিকের বিরুদ্ধে।সেই অভিযোগেই তাকে কোর্টে চালান করে।যেই ঘটনায় তিন দিনের জেল হেফাজত হয়ে যায় এই যুব মোর্চা সভাপতির।এরপর ২৫ তারিখ ভোট মিটেছে।কিন্তু ছাড়া পাননি আশীর্বাদ ভৌমিক।এরপর এদিন মঙ্গলবার বিকেলে সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর জামিন পেলেন এই যুব সভাপতি।যদিও ছাড়া পেতে উৎসাহ দেখা দেয় বিজেপি কর্মী নেতৃত্বের মধ্যে।এদিন তাকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে নেন বিজেপি নেতা কর্মীরা।যদিও তাকে গ্রেফতারের ঘটনায় তোপ দেগেছেন এই বিজেপির যুব সভাপতি।

এদিন আশীর্বাদ ভৌমিক জামিনে ছাড়া পেয়ে ক্ষুব্ধ হয়ে বলেন,”মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এক নর্তকিকে নিয়ে এসে মেদিনীপুরের লোকসভাতে তৃণমূল প্রার্থী করে লড়াই করছেন।এরই সঙ্গে তিনি বেছে বেছে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলায় জড়িয়ে তাদের গ্রেপ্তার করেছেন।যাতে ভোট বানচাল করতে পারে। কিন্তু এভাবে বিজেপি কর্মীদের আটকানো যাবে না।সবার সামনে থেকেই সৌমেন খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আগামী ৪ই জুনের পর বাংলার মানুষ নবান্নে তালা লাগিয়ে দেবে।


Share

dnews.in