Mousumi Murmu: ফিফাতে খেলছে সিভিক ভলেন্টিয়ার মৌসুমী!গোলের আশায় জঙ্গল মহল

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনি:

মঙ্গলবার এবং শুক্রবার মায়ানমারে আন্তর্জাতিক ফুটবল প্রদর্শনী ম্যাচ ফিফা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে ভারতের জার্সি গায়ে নিজের কৃতিত্ব প্রদর্শন করবে জঙ্গলমহলের মৌসুমী মুর্মু।ভারতের হয়ে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলে যোগ দিয়ে মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে মিডফিল্ডার হিসেবে নিজের কৃতিত্ব তুলে ধরবে সে।

পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের তিলখুলার বাসিন্দা মৌসুমী মুর্মু।বাড়িতে মৌসুমী দুই বোন এবং এক ভাই। মৌসুমির দিদি মৌমিতা একসময় ফুটবল খেলেছে,দাদা সুব্রত বর্তমানে একাধিক দলে নিজের জায়গা করে নিয়েছে।মৌসুমীর ছোট থেকেই শখ ফুটবলের প্রতি। ফুটবল পায়ে শুরু তার লড়াই।মূলত জঙ্গলমহল থেকে বড় হয়ে ওঠা এই মৌসুমীর খেলাধুলার চর্চা ছোট থেকে।সে মাত্র ষষ্ঠ শ্রেণী থেকে তার ফুটবলের স্কিল শুরু।মৌসুমীর বাবা চাষী মানুষ মা সামান্য গৃহবধূ।অভাবের সংসারে বড় হয়ে ওঠা মৌসুমী ইস্টবেঙ্গল জার্সিতে কন্যাশ্রী কাপ খেলেছে।শালবনীর এই মেয়ে কলকাতার শ্রীভূমি ফুটবল ক্লাবের হয়ে খেলে।যদিও বর্তমানে মৌসুমী শালবনি পুলিশ স্টেশনে সিভিক পদে কর্মরত।পাশাপাশি পড়াশোনা চলছে কলেজে।এই ১০ ই জুলাই মায়ানমারে আয়োজিত ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ফুটবল ম্যাচে ভারতের হয়ে ২৪ জনের একটি দল গিয়েছে।যাদের মধ্যে রয়েছে মৌসুমী। মূলত সে দলে মিডফিল্ডার হিসেবে তিনি তার কর্তৃত্ব দেখাবে।উল্লেখ্য,বাড়িতে ছোট থেকে খেলার পরিবেশ।বাবাও একসময় ফুটবল খেলতেন।

তবে শালবনী থেকে সুদূর মায়ানমার,চাষীর মেয়ের কৃতিত্বে গর্বিত জেলার মানুষ।এই ডাক পাওয়ায় আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা।মৌসুমির বাড়িতে শুধু নয় গোটা জেলা জুড়ে খুশির হাওয়া। দুইদিন বিদেশে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় গোটা মাঠ দাপিয়ে বেড়াবে অন্যান্য ১১ জন খেলোয়াড়ের মত জেলার মৌসুমী।

এ বিষয়ে মৌসুমীর বাবা সুজিত মুর্মু বলেন,”মৌসুমী একটা সময় জঙ্গলমহল থেকে কলকাতা খেলতে গিয়েছিল সেইটাই আমাদের কাছে বিরাট ব্যাপার।আজকে সে মায়ানমারে গিয়ে ইন্ডিয়ার হয়ে খেলছে,আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সব সময় ওর পাশে রয়েছি। অন্যদিকে মৌসুমির মা আরতি মুর্মু বলেন,”অনুভূতি খুব ভালো আমাদের নিজেদের মধ্যে গর্বফিল হচ্ছে।তবে আমাদের মত দিন আনা দিন খাওয়া মানুষের কাছে এটা বড় ব্যাপার।আমরা চাই ও ভারতের হয়ে কাপ নিয়ে আসুক।

তবে মৌসুমির বন্ধু তারজুনা মন্ডল বলেন বন্ধু মৌসুমী ভারতের হয়ে গোল করুক এটাই আমরা চাইব।অপেক্ষা করে আছি সেই দিনের জন্য।এই বিষয়ে মৌসুমী বলেন,”আমি আমার সবটুকু দিয়ে ভারতের হয়ে খেলব।এটা আমার এক স্বপ্ন সফল হতে চলেছে।ছোট জীবনে নারায়ণ সিংহের হাত ধরে শালবনী জাগরণ ফুটবল একাডেমী থেকে তার প্রস্তুতি শুরু”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in