Nabin Prabin pujo : কর্নেল গোলা নবীন প্রবীণ জগধাত্রী 21 তম বর্ষে পদার্পণ! পুজো উপলক্ষে অন্নকূট উদ্যোক্তাদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুরের পুরানো জগধাত্রী পূজার মধ্যে এক ও অন্যতম হলো কর্নেল গোলা নবীন প্রবীণ সম্প্রদায়ের জগধাত্রী পুজো। সকল মানুষের চেষ্টা এবং সাহায্যে এই পুজো ২১ তম বর্ষে পদার্পণ।পুরনো রীতিনীতি টিকিয়ে রেখেছে বর্তমান উদ্যোক্তারা।সাংস্কৃতিক অনুষ্ঠান কুমারী পূজার পাশাপাশি অন্নকূট গ্রহণে অংশ নিলেন এলাকার মানুষজন।

নবীন প্রবীণ জগদ্ধাত্রী পুজো

এক সময় মেদিনীপুর শহর ও জেলায় সেই ভাবে জগদ্ধাত্রী পূজার প্রচলন ছিল না।তখন গুটি কয়েক জগধাত্রী পুজো হতো এই শহরে।এই জগদ্ধাত্রী পুজোর মধ্যে এক ও অন্যতম হলো ওই কর্নেল গোলার নবীন প্রবীণ সম্প্রদায়ের জগধাত্রী পুজো।এই পুজো এ বছর ২১ তম বর্ষে পদার্পণ করল।এই পুজো উপলক্ষে যেমন ছিল ভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান তেমনি ছিল কুমারী পূজার আয়োজন।এছাড়াও খুদে কচিকাঁচারাও বিভিন্ন নৃত্যে গীতে এবং আবৃত্তিতে অংশগ্রহণ করে।এদিন এই পূজা উপলক্ষে ব্যবস্থা করা হলো অন্নকূট বিতরণের। প্রায় সাড়ে ছ হাজার মানুষ এই অন্নকূট খাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন নবীন প্রবীণ সম্প্রদায়ের পূজা মন্ডপে।রীতিমতো পাত পেড়ে আর টেবিল চেয়ারে বসে, তারা খেলেন মা জগধাত্রী পুজোর ভোগ। আর তা নিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে যুগ্ম সম্পাদক শংকর মাঝি বলেন এই পুজো দীর্ঘদিনের। মূলত এলাকায় একটি জগধাত্রী পূজা আয়োজনের জন্য এই পূজোর আয়োজন করা।তখন এত পুজো এলাকায় ছিল না এবং সকলের মিলিত প্রচেষ্টায় এই পুজোর শুরুবাদ। যা ২১ তম বর্ষে পদার্পণ। এই পুজোতে যেমন কুমারী পূজা থাকে তেমনি থাকে ছোট বড়দের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থাকে বিভিন্ন ব্র্যান্ডের গান।এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্তের মানুষ আসেন এই অনুষ্ঠান উপভোগ করতে। এরই সঙ্গে আজ অন্নকূটে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ। এই ওয়ার্ডের ছাড়াও অন্যান্য ওয়ার্ড থেকে প্রচুর মানুষজন এসেছে মা জগধাত্রীর অন্ন ভোগ গ্রহণ করার জন্য।


Share

dnews.in