নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুর তরুণ থিয়েটার এর উদ্যোগে আগামী ২৬-২৮ সেপ্টেম্বর শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের নাট্যোৎসব।এই উপলক্ষ্যে এইদিন স্থানীয় কুন্ডু লজ মীরবাজারে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সত্যব্রত দোলই। সংগঠনের অন্যতম উপদেষ্টা চন্দন বোস বর্তমান পরিস্থিতিতে নাট্যকর্মী দের কর্তব্য ও তরুণ থিয়েটার এর ধারাবাহিক কর্মকান্ডের বিষয়টি তুলে ধরেন।নাট্যোৎসব এর গুরুত্ব ও তাৎপর্য ব্যখ্যা করেন স্বাতী বন্দ্যোপাধ্যায়।
ফের শুরু হচ্ছে তিন দিন ব্যাপী নাট্য উৎসব।এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরলেন তরুণ থিয়েটার নাট্য উৎসবের সদস্যবৃন্দ।মূলত তরুণ থিয়েটার এই পুজোর মরশুমে বেশ কয়েকটি নাটক করতে চলেছে প্রদ্যুত স্মৃতি সদনে।এই নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ভোলাদার আলুর চিপস’-যেখানে অভিনয় করছেন বিশ্বজিৎ কুন্ডু,দীপশিখা চক্রবর্তী,সুমন ঘোষ সহ অন্যান্যরা।এরই সঙ্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নাটক”মূল্য ফেরত”।এরপর দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর অসীম বসু স্বাতী বন্দ্যোপাধ্যায়,সত্যব্রত দোলই অভিনীত হবে “আত্মহত্যা মহাপাপ”।অন্যদিকে অনিকেত ঘোষ হেদায়েতুর রহমান খান পার্থ ভট্টাচার্য অভিনীত নাটক “পাহারাদার”।থাকছে তৃতীয় নাটক ভয় এবং অনুপম চন্দ্র,নিলেস ঘোড়াই এর”গাছ কথা”।সর্বশেষ ২৮ শে সেপ্টেম্বর নাটক নির্দেশনা বিশিষ্ট মানসী সিনহার অভিনীত “এই আমি মাধবীলতা”অনুষ্ঠিত হবে প্রদ্যুৎ স্মৃতি সদনে।এই কয়েকদিনের নাটকে অংশগ্রহণ করবেন শতাধিক শিল্পী ও কলা-কুশলি।
উল্লেখ্য,বর্তমানে ওটিটি প্লাটফর্ম ও নেটফ্লিক্স এর জগতে এই হারিয়ে যাওয়া নাটক উপস্থাপনে উৎসাহী হয়েছে তরুণ থিয়েটার।এদিন সংবাদমাধ্যমে কর্মীদের কাছে যাবতীয় তুলে তথ্য তুলে ধরলেন তাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ।জনপ্রিয় এই নাটকটি সহ আগামী তিন দিনের নাট্যোৎসব এ উপস্থিত থাকার জন্য নাট্য প্রেমী মেদিনীপুর বাসীকে আহ্বান জানান করবী বিশ্বাস।এইদিন উপস্থিত ছিলেন অসীম বসু,অভিজিৎ দে, পূর্ণচন্দ্র নাগ,দীপশিখা চক্রবর্তী,শুভেন্দু প্রধান,অনুপম চন্দ,দয়াময় প্রামাণিক,প্রসেনজিৎ কুন্ডু,মানস চক্রবর্তী, হেদয়াতুর রহমান,সুদীপ্তা দে,অশোক দাস,আশীষ মণ্ডল প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিমাদ্রী মন্ডল।