Natto Utsav:অনুষ্ঠিত হতে চলেছে তরুণ থিয়েটারের নাট্য উৎসব 2024!সাংবাদিক বৈঠক তরুণ থিয়েটারের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

আগামী ৩-৭ মার্চ,শহীদ প্রদ‍্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে তরুণ থিয়েটার পরিচালিত এপার বাংলা ওপার বাংলা নাট‍্যোৎসব।এই উৎসব কে কেন্দ্র করে এইদিন মীর বাজারে কুন্ডু লজে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এই পাঁচ দিনে একাধিক নাটক মঞ্চস্থ হবে মঞ্চে।মূলত মানুষের মধ্যে নস্টালজিয়া সেই “নাটক”কে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই উৎসব বলে জানান উদ্যোক্তারা।

আসন্ন এপার বাংলা ওপার বাংলা নাট‍্যোৎসব কে কেন্দ্র করে মেদিনীপুর তরুণ থিয়েটার এর উদ‍্যোগে এইদিন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় স্থানীয় মীরবাজার এর কুন্ডু লজে।আগামী ৩ থেকে৭ মার্চ শহীদ প্রদ‍্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত এই নাট্যোৎসবের সামগ্ৰিক রূপরেখা উপস্থাপন করেন অরুণাভ প্রহরাজ। নাট‍্যোৎসব এর তাৎপর্য ব‍্যখ‍্যা করেন স্বাতী বন্দোপাধ্যায়। নাট‍্যোৎসব এর সূচনা লগ্নে আগামী ২ মার্চ দুপুর ৩ টের সময় ছোটবাজারে শিশির ভাদুড়ীর জন্মস্থান থেকে একটি বাইক র‍্যালি শহর প্রদক্ষিণ করে প্রদ‍্যোৎ সদনে এসে মিলিত হবে এবং বিকেল ৪ টের সময় সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।এছাড়াও ৩ মার্চ সকাল দশটায় অভিনয় প্রতিযোগিতায় অংশগ্রহণে স্কুলের ছাত্র ছাত্রী এছাড়া সর্ব সাধারণ, ৪ মার্চ সকাল ১০.৩০ মিনিটে দুই বাংলার সাম্প্রতিক নাট‍্যচর্চা শীর্ষক একটি আলোচনা সভা সংগঠিত হবে।৩ মার্চ বিকেল ৫.১৫ মিনিটে নাট‍্যোৎসব এর সূচনা করবেন বাংলাদেশের বিশিষ্ট নাট‍্যকর্মী রওশন জান্নাত রুশনী।

এই উৎসবে ৫ দিনে মোট ১৩ টি নাটক পরিবেশিত হবে। তরুণ থিয়েটার এর নাটককার ও নির্দেশক সুরজিৎ সেন এর নিজস্ব ৩ টি প্রযোজনা ছাড়াও ঢাকা বাংলাদেশ, কলকাতার ব্লাইন্ড অপেরা সহ এ রাজ‍্যের প্রথিতযশা গ্ৰুপ থিয়েটার গুলি এই উৎসবে অংশগ্রহণ করবে।এই উৎসবের শেষ দিন ৭ মার্চ বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ব ঈশিতা মুখোপাধ্যায় এর রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে দেবশঙ্কর হালদার ও শুভাশিস মুখার্জী অভিনীত নাটক ভূত।প্রায় ৫ দিন ব‍্যাপী এই উৎসবে নাট‍্যকর্মী সম্বর্ধনার পাশাপাশি অভিনয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজন সম্বর্ধনা,শ্রুতি নাটক,বাংলা নাটকের গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই দিনের সম্মেলনে তরুণ থিয়েটারের পক্ষে উপস্থিত ছিলেন সুজয় হাজরা,স্বাতী বন্দোপাধ্যায়,অরুনাভ প্রহরাজ,গৌতম দেব,শান্তি দত্ত, নিশীথ দাস,প্রতাপ নারায়ণ পড়িয়া,তপন সেনগুপ্ত, চন্দন বোস,গৌতম ভকত,তাপসী দে,পারভীন সুলতানা,পূর্ণেন্দু কালী,সৌগত চ‍্যাটার্জী,মলয় রথ, হিমাদ্রী মণ্ডল,দয়াময় প্রামাণিক,কান্তাবসু,দীপশিখা চক্রবর্ত্তী,পূর্ণ নাগ,স্বপন পইড়‍্যা,সিদ্ধার্থ সাঁতরা,বিদ্যুৎ পাল,মানস চক্রবর্তী,তারা শঙ্কর চক্রবর্তী,রাজীব কর,পঙ্কজ দে,অনুপম চন্দ,মধুছন্দা দাস,করবী বিশ্বাস,প্রবীর সরখেল, হেদায়েতুর রহমান, নিশীথ দে, বনানী মল্লিক, অনামিকা তেওয়ারি, আল্পনা ভুঁইয়া, মধুমিতা শীল,প্রসেনজিৎ কুন্ডু প্রমুখ। পরিশেষে উপস্থিত সকলকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সত্যব্রত দোলই ও বিশ্বজিৎ কুণ্ডু ।


Share

dnews.in