নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আজ নবমী আর সেই নবমীর বিশেষ কুমারী পুজো শহরের বিভিন্ন পূজা মন্ডপে।এদিন বক্সীবাজার দুর্গোৎসব কমিটির কুমারী পূজা হল সাড়ম্বরে।এই কুমারী পুজো দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ।এদিন এই কুমারী কে মা হিসেবে পুজো করেন ঠাকুরমশাই।
হাতে ফুল দিয়ে পুজো চলে কয়েক ঘন্টা।এছাড়াও এই দিন বিবিগঞ্জ দুর্গোৎসব কমিটি, রাজাবাজার,রাঙ্গামাটি,পাটনা বাজার,কেরানী তলা রবীন্দ্রনগর,কর্নেল গোলা সহ বিভিন্ন জায়গায় কুমারি পুজোর আয়োজন করা হয়।