Nikhay Mitra : নিক্ষয় মিত্র প্রকল্পে 284 জন যক্ষা রোগী দত্তক! বিরল নজির জেলায়

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :

এই প্রথম জেলায় যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার ব্যবস্থা,তাও আবার প্রকল্পের অধীনে।আর এর সূত্রপাত হল গড়বেতার স্বাস্থ্য কেন্দ্র থেকে।প্রথমেই ২৮৪ জন যক্ষা রোগীকে দত্তক নিলেন মানুষজন।এরা প্রত্যেকেই পাবেন পুষ্টিকর খাবার দাবার এবং চাল ডাল সহ শুকনো খাবার। বরাদ্দ হয়েছে মাসে ৩০০০ টাকা করে।

গড়বেতা ব্লকের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মঙ্গলবার যক্ষ্মা রোগীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন ছিল ব্লক স্বাস্থ্য দপ্তরে। এই কেন্দ্রে মোট ২৮৪ জন যক্ষা রোগী চিকিৎসাধীন রয়েছে। গড়বেতা ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে সেই সমস্ত যক্ষ্মা রোগীদেরই নিয়ে “নিক্ষয় মিত্র” প্রকল্পের আওতায় আনা হলো।এই প্রকল্পের দরুন ২৮৪ জনকে কেউ না কেউ দত্তক নিলেন। এখানে দত্তক অর্থ ওই রোগীদের প্রতিমাসে পুষ্টির স্বার্থে ৫০০ টাকা করে জনপ্রতি দেওয়া হবে।যা দিয়ে প্রতি রোগীকে প্রত্যেক মাসে চাল ডাল ডিম বিস্কুট তেল সহ পুষ্টিকর সকল খাদ্য সামগ্রী প্রতিমাসে পাবেন তারা।

জন প্রতি ছমাসে ৩০০০ টাকা করে বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর।মঙ্গলবার এই অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো নিক্ষয় মিত্র প্রকল্পের কাজ।জেলার ২১টি ব্লকের মধ্যে একটি ব্লকে শুরু হলো এই কাজ।আস্তে আস্তে বাকি ব্লক গুলিতে যত যক্ষা রোগীরা রয়েছেন তাদেরকেও নেওয়া হবে এর আওতায়। এই যক্ষ্মা রোগীদের দত্তক নিলেন সরকারি আধিকারিক বিডিও,এসডিও,জেলা পরিষদের সভাধিপতি, বিএমও এইচ এবং খোদ স্বাস্থ্য আধিকারিক নিজে।

এই বিষয়ে জেলা বাসীদের আবেদন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সড়ঙ্গী।তিনি বলেন যাতে করে সাধারণ মানুষরা এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ান যক্ষা রোগীদের রক্ষার্থে তারই জন্য এই উদ্যোগ।


Share

dnews.in