Nirdal Movie : বলিউড সিনেমার অডিশন মেদিনীপুরে! সুযোগ মেদিনীপুরের ছেলেমেয়েদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বলিউড মারকাটারি অ্যাকশনে ভরপুর সিনেমা “নির্দলের’ শুটিং হতে চলেছে মেদিনীপুর শহরে।এই শুটিংয়ের জন্য এবার রীতিমত বিজ্ঞাপন দিয়ে টোটো গাড়িতে করে মাইকিং করে অডিশনের প্রচার করলো উদ্যোক্তারা। আগামী পয়লা ডিসেম্বর এই অডিশন হবে ফিল্ম সোসাইটি হলের অডিটোরিয়ামে।

আমজাদ খান

মেদিনীপুরে শুরু হতে চলেছে একটি বলিউড সিনেমার শুটিং আর সেই শুটিংয়ের জন্য এবার অডিশনের আয়োজন করলো উদ্যোক্তারা। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে টোটো গাড়ির মাধ্যমে মাইক বেঁধে শহর জুড়ে চলছে প্রচার। উদ্যোক্তারা দাবি করেছেন তাদের এই সিনেমার শুটিংয়ের জন্য প্রচুর ইয়ং ছেলে মেয়ে দরকার। যাদের ট্যালেন্ট রয়েছে,যারা সিনেমাকরতে আগ্রহী তারা যেন অবিলম্বে যোগাযোগ করেন।এই সিনেমার অডিশনের জন্য স্থান নির্ধারিত করা হয়েছে মেদিনীপুর শহরের অরবিন্দ নগর রোডের ফিল্ম সোসাইটি হলে।এই অডিশনের জন্য একটি ফোন নাম্বারও প্রোভাইড করেছে উদ্যোক্তারা। এই অডিশন চলবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত।মূলত এই অডিশনের প্রচুর সংখ্যক উঠতি ছেলেমেয়ে নেওয়া হবে মেদিনীপুর থেকে।তাতে মেদিনীপুরের নাম গৌরব যেমন উজ্জ্বল হবে,তেমনি কদর বাড়বে বিপ্লবী শহর মেদিনীপুরের।

প্রসঙ্গত কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে এই নির্দল সিনেমার শুটিং এর কথা জানিয়েছিলেন উদ্যোক্তা তথা ফিল্ম ডিরেক্টর প্রডিউসার আমজাদ খান। তার বক্তব্য অনুযায়ী মেদিনীপুর শহরের ভিন্ন ভিন্ন জায়গায় তাদের এই শুটিংপর্ব চলবে। বিশেষ করে তার জন্য বেছে নেওয়া হচ্ছে মেদিনীপুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন জমিদার বাড়ির ভগ্নপ্রায় বাড়িগুলি।এরই সঙ্গে মেদিনীপুর শহরের রেল ব্রিজ সংলগ্ন কাঁসাই ঘাট,বিভিন্ন বনেদির বাড়ি সঙ্গে মেদিনীপুরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু অংশ।এই নির্দল সিনেমার মূল পটভূমি থাকবে একজন নির্দল রাজনৈতিক ব্যাক্তিত্বের জীবন কাহিনী নিয়ে।যে নির্দল ব্যক্তি তার নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও তার রাজনীতি চালিয়ে যাবে এবং রীতিমতো যুদ্ধ শেষে জয়ী হবে।মূলত এই সিনেমায় তার জীবনের ঘাত প্রতিঘাতগুলি তুলে ধরা হবে।এই সিনেমা থাকছে ভরপুর অ্যাকশান,মারকাটারি, রোমান্স,থ্রিলার সহ কমেডিয়ান অংশ।

এদিন এই সিনেমার ডিরেক্টর ও প্রডিউসার আমজাদ খান এক বক্তব্যের মধ্য দিয়ে তিনি মেদিনীপুরের ছেলে-মেয়েদের কাছে আবেদন করেন এই অডিশনে যোগ দেওয়ার জন্য। তিনি বলেন যাদের মধ্যে আগ্রহ রয়েছে,যারা সিনেমায় অংশগ্রহণ করতে চায় তারাই অডিশনের জন্য চলে আসুক অবিলম্বে ফিল্ম সোসাইটি হলে শুক্রবার।


Share

dnews.in