NSS Programme : NSS র 7 দিনের শীতকালীন শিবির শিলদা কলেজে! সাফাই অভিযান,চারাগাছ রোপন ও যোগচর্চা

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম :

বছরের শেষে শীতকালীন শিবিরের সূচনা শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের(NSS)।উদ্বোধনী অনুষ্ঠানে আয়ুর্বেদ চর্চা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট সম্পাদক ও লেখক ড. মদনমোহন বেরা। মূলত সাত দিন ধরে সাফাই অভিযান,চারাগাছ রোপন,যোগচর্চা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে এর সঙ্গে থাকছে সর্পদংশন,বিশ্ব উষ্ণায়ন,স্বাস্থ্য সচেতনতা,সমানাধিকার সহ নানা বিষয়ে আলোচনা।

ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের(এন এস এস) ৭ দিনের বিশেষ শীতকালীন শিবিরের সূচনা হলো গত শনিবার।সেমিনার হলে আয়োজিত শিবিরের প্রারম্ভিক অনুষ্ঠান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন শিলদা চন্দ্রশেখর কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত দোলাই।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলদা গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পিতা মল্লিক মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে আয়ুর্বেদ চর্চা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট সম্পাদক ও লেখক ড. মদনমোহন বেরা। সূচনা অনুষ্ঠানে এন এস এস এর প্রোগ্রাম অফিসার ড. সুশান্ত দে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী।

মূলত এই সাত দিন ধরে সাফাই অভিযান,চারাগাছ রোপন,যোগচর্চা,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।পাশাপাশি সর্পদংশন,বিশ্ব উষ্ণায়ন,স্বাস্থ্য সচেতনতা,সমানাধিকার সহ নানা বিষয়ে আলোচনা সংগঠিত হবে।এই শিবির টির বিভিন্ন কর্মসূচি গুলি কলেজ ক্যাম্পাস ও কলেজের দত্তক গ্রাম শিমুলডাঙ্গা,মাটিহানা সহ আশেপাশের এলাকাকে ঘিরে অনুষ্ঠিত হবে।


Share

dnews.in