Panjab National Bank : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সচেতনতা শিবির! পরিষেবার ঘাটতি নিয়েও আলোচনা হয় স্থানীয়দের মধ্যে

Share

নিজস্ব প্রতিনিধি,খাকুড়দা :

ব্যাংকের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করতে,সেই সঙ্গে পরিষেবা গুলি মানুষের কাছে পৌঁছে দিতেও মানুষকে সচেতন করতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করল খাকুড়দা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শুক্রবার খাকুড়দার স্থানীয় একটি ক্লাব কক্ষে এলাকাবাসী এবং ওই ব্যাংকের বিভিন্ন কর্তাব্যক্তি সঙ্গে কর্মচারীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত এলাকাবাসীরা ব্যাংকের বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে পারেন।এছাড়াও এদিনের এই শিবির থেকে বিভিন্ন ব্যাংকিং পরিষেবাও দেন ব্যাংক কর্তৃপক্ষরা।

এদিন ব্যাংকের খাকুড়দা শাখার আধিকারিকরা জানান প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা সম্পর্কের মানুষকে সচেতনতা,সেইসঙ্গে পরিষেবা প্রদান করার লক্ষ্যে মূলত এই শিবিরের আয়োজন।আজকের এই শিবিরের মতন আগামী দিনে এলাকার বিভিন্ন স্থানে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে।ব্যাংকের বিভিন্ন শাখা সমূহ যেমন CSP অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকেও ব্যাংকিং বিভিন্ন পরিষেবা গুলিকে মানুষের কাছে আরো কিভাবে পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থাও করবেন বলে তারা জানান তারা।অবশেষে এদিনের এই শিবিরে উপস্থিত এলাকাবাসীরা ব্যাংকের এই পরিষেবা নিয়ে কি বলছেন সে বিষয়েও মতামত নেন উপস্থিত ব্যাংকের আধিকারিকরা।


Share

dnews.in