Police Super Change: ভোটের মুখে পুলিশ সুপার বদল মেদিনীপুরে!অভিযোগের ভিত্তিতে বদলি ধৃতিমান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোটের পাঁচ দিন বাকি থাকতে বদল হল মেদিনীপুরের পুলিশ সুপার। মূলত বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতেই এই পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলি করে নির্বাচন কমিশন।যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের রাজনৈতিক মহলে। যদিও বিরোধীদের মতে অনেক আগেই বদলি করা উচিত ছিল এই পুলিশ সুপারকে।

ভোটের মুখে বদল করা হলো মেদিনীপুরে পুলিশ সুপার ধৃতিমান সরকারকে যা নিয়েই চাঞ্চল্য মেদিনীপুর জেলায় প্রসঙ্গত মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে প্রায় দু বছরের অধিক কাজ করছেন ধৃতিমান সরকার।এই পুলিশ সুপার এর আগে বাঁকুড়াতে পোস্টিং ছিলেন এবং তার আগে তিনি কলকাতায় ছিলেন।মেদিনীপুরের ধৃতিমান সরকার যদিও জেলাকে শান্তি রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।কিন্তু রাজনৈতিক মহল বিশেষ করে বিরোধী বিজেপি,বারবার অভিযোগ করেছে এই পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের দলদাস হয়ে কাজ করার।বহুবার তারা অভিযোগ জানিয়েছে বিভিন্ন দপ্তর এবং উপর মহলে।তারা অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশনেও।আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভোটের আগে তড়িঘড়ি বদলি করা হলো পুলিশ সুপারকে।এদিন বিকেল সন্ধ্যে নাগাদ বদলির চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশন থেকে।আর যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

যদিও এদিন মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পুলিশের দায়িত্বে মূল ভূমিকা ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।মুখ্যমন্ত্রীর কালেক্টরেট থেকে গোলকুঁয়াচক পর্যন্ত র‍্যালিতে তিনি মূল ভূমিকা পালন করেন।যদিও এদিনের পদযাত্রায় লোক না হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশ সুপারকে।ফলে এই বদলি কে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়।


Share

dnews.in