Police Training:পুজোর মুখে সাইবার ক্রাইম ও শারীরিক দক্ষতা নিয়ে অলিগঞ্জ স্কুলের পড়ুয়াদের ট্রেনিং দিল পুলিশ প্রশাসন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে পড়ুয়াদের প্রস্তুত করতে এক প্রস্থ ট্রেনিং দিল কোতোয়ালি পুলিশ। এদিন ঋষি রাজনারায়ণ অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে ছোট ছোট কচিকাঁচাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন কোতোয়ালি থানার মহিলা পুলিশ আধিকারিকেরা। যা ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা।

ছাত্রীদের সেলফ ডিফেন্স

দিনের পর দিন রাজ্য সহ দেশে মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে আর সেই অত্যাচার থেকে বন্ধ করতে তৎপর হয়েছে প্রশাসন ও সরকার।যদিও মেয়েদের স্কুলগুলোতে ইতিমধ্যে বিশেষ নজর দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।এদিন মেদিনীপুর শহরে ঋষি রাজনারায়ন অলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে মহিলাদের সাইবার ক্রাইম এবং শারীরিক দক্ষতা নিয়ে এক প্রস্থ ট্রেনিং দিল পুলিশ আধিকারিকরা।মূলত এন্ড্রয়েড মোবাইল এবং ফাইভ জির যুগে এখন পড়ুয়াদের হাতেও মোবাইল এসে গিয়েছে।কারণ মহামারী কোভিডের সময় অনলাইনে ক্লাস শিখিয়ে দিয়েছে পড়ুয়াদের।এখন বিভিন্ন একাউন্ট এর টাকার পাশাপাশি ফরম ফিলাপ প্রভৃতি ক্ষেত্রে অনলাইনের উপরেই আস্থা রেখেছে বর্তমান পড়ুয়ারা।কিন্তু সেই মোবাইল এবং অনলাইনে কাজ করতে গিয়ে ফ্রড এবং সাইবার ক্রাইমে হারিয়েছে টাকা পয়সা সেই সঙ্গে মান সম্মান।এইসবের থেকে বাঁচতে কিভাবে সতর্ক সচেতন হওয়া উচিত সেই বিষয়েও এদিন ট্রেনিং দেওয়া হয়।এরই সঙ্গে রাস্তাঘাটে বিপদে আপদে আক্রান্ত হলে কিভাবে নিজেকে বাঁচানো যায় সে বিষয়ে একরকম শারীরিক ট্রেনিং দেন পুলিশ আধিকারিকরা।

এই নিয়ে যথেষ্ট উৎসাহ ছিল এইদিন এই স্কুলের পড়ুয়াদের মধ্যে। পুরো অনুষ্ঠানে এই দিন তত্ত্বাবধানে ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুব্রত সরকার,স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর সুজাতা গোস্বামী।এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষিকা সহ কর্মচারীবৃন্দ।এরই সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোতোয়ালীর বিশেষ মহিলা পুলিশ আধিকারিকরা এবং বিশেষ ট্রেনার।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in