নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
ভোট যত এগিয়ে আসছে ততই চড়চড় করে বাড়ছে ভোটের প্রচারের পারদ।এখন চলছে শেষ পর্যায়ে ভোট প্রচারের কাজ।তবে এবার ভোটের প্রভাব পড়ল মিষ্টিতে।সন্দেশের মধ্যেই সিপিএম তৃণমূল কংগ্রেস ও বিজেপি খুঁজে পাবেন আপনি। চেখে দেখুন মেদিনীপুরের রাজনৈতিক মিষ্টি।
পঞ্চম দফার ভোট শেষ হয়েছে এবার প্রস্তুতি শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটের। মোট অষ্টম দফার ভোটের ষষ্ঠ দফায় নির্বাচন হবে পশ্চিম পূর্ব মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে আটটি জেলার।ইতিমধ্যে ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে অন্যদিকে রাজনৈতিক প্রচার চলছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শেষ পর্যায়ে।তবে এইবার এই রাজনৈতিক রং লাগল মিষ্টিতে তাও সন্দেশে।এরকমই চিত্র মেদিনীপুর শহরে।মেদিনীপুর শহরের মিষ্টি মহল নামক এক মিষ্টি দোকানে সিপিএম বিজেপি এবং তৃণমূলের সন্দেশ তৈরি করেছেন।যে সন্দেশ দেখতে এবং কিনতে ভিড় জমিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি মেদিনী পুরের মানুষজন।এই সন্দেশ যেমন তৃণমূলের জোড়া ফুল এবং ঘাস শোভা পাচ্ছে,তেমনি শোভা পাচ্ছে লালের কাস্তে হাতুড়ি।অন্যদিকে গেরুয়া রঙের সন্দেশে আবার পদ্ম ফুল আকৃষ্ট করছে জনতাকে। আবার কংগ্রেসের হাত চিহ্ন সন্দেশ ও বিক্রি হচ্ছে দেদার।তাই ট্রেতে রাখার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে সেই মিষ্টি।এই সন্দেশের রাজনৈতিক রং লাগিয়েছে এই মিষ্টি মহলের দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রী।
মূলত ভোটের প্রাক্কালে রাজনৈতিক সন্দেশ তৈরি করে নজর কাড়ছে মেদিনীপুরের।বাবার মৃত্যুর পর দায়িত্ব পাওয়া এই মিষ্টি দোকান রীতিমতো চালাচ্ছে দুই বোন।তারাই তাদের ইউনিক আইটেমের মধ্যে নিয়ে এসেছে এই রাজনৈতিক সন্দেশ।যদিও এই সন্দেশের দাম ধরা হয়েছে ১৫ থেকে ২০ টাকা।একটি সন্দেশেই মন ভরছে রাজনীতি কর্মী ও তার নেতৃত্বের।অনেকে আবার অন্যদের উপহার হিসেবেও সেই সন্দেশ কিনতে ভিড় জমিয়েছেন এই দোকানে।
যদিও এদিন সাক্ষাৎকারে দোকানের মালকিন শিল্পাশ্রী গুহ বলেন,”বাবা যখন অসুস্থ ছিলেন তখন থেকেই চালিয়ে যাচ্ছি।এই ভোটের সময় ভেবেছিলাম নতুন ইউনিক একদম নিত্যনতুন কিছু বানাবো আর সেই ভাবনা চিন্তা থেকেই এই সন্দেশ তৈরি করা।আমরা কোন রাজনৈতিক দলকে বাদ দেইনি।জনগণের মধ্যে রাজনৈতিক ভাবনা-চিন্তা বৃদ্ধি করতেই এই সন্দেশ তৈরি করা আমাদের।যা কিনতে ভিড় জমিয়েছে অনেকেই। তবে মেঘাশ্রী গুহ ব্যানার্জি বলেন,”মূলত রাজনৈতিক সচেতন বৃদ্ধি করার লক্ষ্যে সেই সঙ্গে দোকানের ইউনিক মিষ্টি খাওয়ানোর উদ্দেশ্যে আমাদের এই আয়োজন”দাম ধরা হয়েছে ১৫ থেকে ২০ টাকা।