বিপ্লবীদের পূজা উদ্বোধন হলো পঞ্চমীতে!ফিতে কেটে কেটে প্রদীপ জ্বেলে উদ্বোধনে পুলিশ সুপার ধৃতিমান সরকার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

পঞ্চমীতে দর্শনার্থীদের ঢল। আর সেই রীতি রেওয়াজ নিয়মকানুন মেনে কর্নেল গোলা বিপ্লবীদের পুজো উদ্বোধন হলো ঘটা করে।এই উদ্বোধনে এই দিন এগিয়ে এসেছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।এদিন তিনি ফিটে কেটে নারকেল ফাটিয়ে এই বিপ্লবীদের পুজোর উদ্বোধন করেন।

এরপর তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এবারে তার কাছে সাড়ে ছয় ফুটের একটি ডান্ডা রয়েছে।যারা পূজোর সময় মদ খেয়ে বাঁদরামি করবে এবং মেয়েদের উক্তক্ত করবে তাদের তিনি সাইজ করতে প্রস্তুত।


Share

dnews.in