নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে আলু ব্যাবসা করে আসছেন। আলুর ব্যবসা যথেষ্ট ভালো ছিল কিন্তু সম্প্রতি আলু ব্যবসাতে ক্ষতির সম্মুখীন। অবশেষে ঘাস মারার ওষুধ খেয়ে সুসাইড করল গড়বেতার এক আলুর ব্যবসায়ী।আর তা ঘিরেই শোকের ছায়া এলাকায়।পরিবারের বক্তব্য পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কদমডিহা এলাকায়। মৃত আলু ব্যবসায়ীর নাম চিত্ত মন্ডল (৫৫)। পারিবারিক সুত্রে জানা যায়,আলু চাষে ক্ষতি হওয়ায় বেশ কিছু আলুচাষী বকেয়া টাকা দেয়নি। ফলে মার্কেটে বেশ কিছু টাকা দেনা হয়ে পড়েছিল চিত্ত মন্ডলের।সময় মতো সেই টাকা মেটাতে না পারায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চিত্ত মন্ডল। ঘর থেকে সন্ধ্যা বেলায় বেরিয়ে যায় তারপরই সে বিষপান করে। যদিও এ ঘটনায় পরিবারের লোকেরা তাকে খোঁজা শুরু করে।রাত বাড়লে অবশেষে তাকে উদ্ধার করা হয় তার দোকান থেকে। অসুস্থ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চন্দ্রকোনার দ্বারিগেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়।কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যায় নি।শনিবার ভোরে মৃত্যু হয় তার।শনিবারই মেদিনীপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।এই ঘটনায় শোকের ছায়া পরিবারে। চিত্ত মন্ডলের পরিবার রয়েছে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী।
এই বিষয়ে মৃতের ভাই অলোক মন্ডল বলেন দীর্ঘদিন ধরে আলু ব্যবসা করে আসছে তার দাদা।আগে সমস্যা হয়নি কিন্তু সম্প্রতি বেশ কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, এবং বেশ কিছু পাওনাদারও ছিল।সেই আলু চাষীদের কথায় তার গায়ে লাগে হয়তো আর সেই কারণেই হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।