নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
আগামী মার্চ মাসে শহরের দীর্ঘ পুরনো দেহ সৌষ্ঠবের জন্য বিখ্যাত মহারুদ্র ব্যয়ামাগারের প্রতিষ্ঠা বার্ষিকী।এই ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ।এই অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন ক্লাব কর্তারা।এছাড়াও সম্প্রতি ১৩ ই জানুয়ারি কলকাতায় আয়োজিত গ্রেটার কলকাতা স্টেট চ্যাম্পিয়নশিপে এই মহারুদ্র ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করে রানার্স হয়েছে।সেই সঙ্গে তাদের ঝুলিতে চারটে গোল্ড,দুটি সিলভার একটি ব্রোঞ্জ এসেছে এই নিয়েও যাবতীয় তথ্য দেন ক্লাব কর্তারা।
মেদিনীপুর প্রথিতযশা এবং পুরানো ব্যায়ামাগার হিসেবে পরিচিত মেদিনীপুর মহারুদ্র ব্যয়ামাগারে অনুষ্ঠিত হতে চলেছে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।সেই প্রতিষ্ঠা দিবস হিসেবে হতে চলেছে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৪।যেখানে বিভিন্ন রাজ্যের প্রায় ২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।এরই সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও সমাজসেবা মূলক অনুষ্ঠান।থাকছে রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা সহ একাধিক অনুষ্ঠান।এই প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে উৎসব কমিটি গঠন ও প্রস্তুতি সভা নিয়ে এক সাংবাদিক বৈঠক হলো এই দিন ক্লাবে।সেই বৈঠকে মহারুদ্র ক্লাবে উপস্থিত হয়েছিলেন সভাপতি মলয় কুমার রথ,সম্পাদক সৌম্য সরকার।এছাড়াও এই সাংবাদিক বৈঠকে ছিলেন অর্জুন কুন্ডু,সুমন্ত মাইতি,মদন সিং,সঞ্জিত দাস প্রমুখ।এই দিন সেই বৈঠকের মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরেন ক্লাব সভাপতি।এছাড়াও সম্প্রতি ১৩ ই জানুয়ারি আয়োজিত গ্রেটার কলকাতা স্টেট চ্যাম্পিয়নশিপে এই মহা রুদ্র ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করে রানার্স হয়েছে।সেই সঙ্গে তাদের ঝুলিতে চারটে গোল্ড,দুটি সিলভার একটি ব্রোঞ্জ এসেছে।
এই সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি মলয় রথ বলেন মূলত এই প্রথম এত পুরানো ক্লাব তার প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে ন্যাশনাল লেভেলে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা করতে চলেছে।এরই সঙ্গে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবা মূলক অনুষ্ঠান। আমরা চাই মানুষের পাশে দাঁড়াতে,মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে।