নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর শহরে অন্তর্গত সদর আর্বান ১ চক্রের অধীন পাহাড়ীপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়।এইদিন স্কুলের কচি কাঁচারা মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে প্রাক্-শারদীয়া উদযাপনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলো নাচ,গান, আবৃত্তি,গল্প বলা ও নাটকের মাধ্যমে।স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবক-অভিভাবিকাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ চোখে পড়ার মতো।
শ্রেনী কক্ষের বাইরে তারা যে সব কিছুই করতে পারে তা ওদের অনুষ্ঠান না দেখলে বিশ্বাসই করা যেতো না।আর কয় দিন পরেই পূজার ছুটি পড়বে,তারই মাঝে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় তারা পূজার সুর বাজিয়ে দিয়ে গেলো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুদীপ কুমার খাঁড়া মহাশয়।উপস্থিত ছিলেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ অরুনাভ প্রহরাজ ও অন্যান্য বিশিষ্ট অতিথি ব্যাক্তিগণ।