নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
প্রচারের শেষ পর্বে মেদিনীপুরে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।তিনটে সভার শেষ পর্বে তিনি মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের মাঠে সভা করবেন।তবে এবারে সভাস্থল পরিবর্তন হয়েছে।বিএনআর এর মাঠের পরিবর্তে সভা করবেন তিনি আর্য বিদ্যাপীঠ মাঠে।
ষষ্ঠ দফায় ভোট রয়েছে মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভার।এবারে মেদিনীপুরের প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষ কে সরিয়ে বিজেপি রাজ্য সভানেত্রী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে।আর এই অগ্নিমিত্রার হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি।যা ঘিরে বিজেপি কর্মী নেতৃত্বদের উৎসাহ খড়্গপুর শহরসহ পশ্চিম মেদিনীপুর জেলায়। প্রসঙ্গত ১৮ তম লোকসভা নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে এখন গোটা রাজ্য সহ ভারতবর্ষে।যার মধ্যে এখন চলছে শেষ দফাগুলোর ভোট প্রক্রিয়া।আর সেই ভোট প্রক্রিয়ার মধ্যে দিলীপ ঘোষের পর এবার অগ্নিমিত্রার হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী স্বয়ং নিজে।বিজেপি সূত্র মতে প্রধানমন্ত্রী সভা হবে মথুরা কাঠির আর্য বিদ্যাপীঠ মাঠে বিকেল চারটে নাগাদ।মোদি তার চপারে করেই আসবেন এই সভায় যোগ দিতে।যদিও এদিন নরেন্দ্র মোদির আরোও দুটি সভা রয়েছে এই রাজ্যে।তিনি প্রথম পর্বে পুরুলিয়া এরপর বাঁকুড়া সভা করার পর শেষ পর্বে তিনি মেদিনীপুরে আসবেন।মঞ্চে বক্তব্য রাখার সময় মোদীর সঙ্গে থাকবেন মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ঘাটাল লোকসভার প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য যে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেই প্রার্থীর হয়ে প্রচারে আসেন সাধারণত সেবারের ভোটে জেতে সেই প্রার্থী এরকম প্রবাদ রয়েছে রাজনৈতিক মহলে।এক্ষেত্রে প্রধানমন্ত্রী এক ও একাধিক সভা করেছেন এই রাজ্য জুড়ে।প্রধানমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে সভা এবং রোড শো করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তবে এবারের নির্বাচনে মেদিনীপুরে রাজনাথ সিং বা যোগীজির সভা সেভাবে দেখা যায়নি।