Publication of Poetry: প্রকাশিত হলো অনিন্দিতা শাসমলের প্রথম কাব্যগ্রন্থ ‘আয়েষা সোনালির ইসকুল’

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

বহু বিশিষ্ট গুণীজনের চাঁদের হাটে মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহ্য বাহী রবীন্দ্র নিলয়ে প্রেক্ষাগৃহে প্রকাশিত হলো বিশিষ্ট শিক্ষিকা,বাচিক শিল্পী,সঞ্চালিকা,কবি,লেখিকা অনিন্দিতা শাসমলের প্রথম কাব্যগ্রন্থ ‘আয়েষা সোনালির ইসকুল’।উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সুশান্ত চক্রবর্তী,মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক মলয় মন্ডল,বিশিষ্ট কবি আরণ্যক বসু,বিশিষ্ট সঙ্গীত গুরু জয়ন্ত সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান কবি অনিন্দিতা শাসমল। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন আমন্ত্রিত শিল্পীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমারেশ দে ও ঈশিতা চট্টোপাধ্যায়।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়ন্ত সাহা,মালবিকা পাল,সংঘ মিত্রা দাশ,সুমন্ত সাহা ,অর্ণব চক্রবর্তী, সুতনুকা মিত্র মাইতি,শুভদীপ বসু, শর্মিষ্ঠা বসু তরফদার,তৌফিক হোসেন ও আবৃত্তি শিল্পী সংসদের সদস্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট কবি ও সম্পাদক।উপস্থিত ছিলেন মাননীয় অমিয় পাল,সিদ্ধার্থ সাঁতরা,প্রদীপ দেববর্মণ,বিদ্যুৎ পাল,লক্ষন ওঝা,ঋত্বিক ত্রিপাঠী,অঞ্জন সিকদার,বিজয় পাল,অভিনন্দন মুখোপাধ্যায়,তারাশঙ্কর দে,প্রচ্ছদ শিল্পী মঙ্গল হাজরা ও প্রকাশক প্রীতিমান গিরি।এঁদের সকলের হাতেই নিজের কাব্যগ্রন্থ তুলে দেন কবি অনিন্দিতা শাসমল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in