পুজো শেষ এবার বিসর্জনের পালা!গান্ধী ঘাটে প্রতিমা নিরঞ্জন করে একরাশ দুঃখ নিয়ে ফিরছে উদ্যোক্তারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এই সেদিন সেদিন মহালয়ায় আনন্দে মেতে উঠেছিল বাঙালি সহ বাংলার মানুষজন।মহালয়ার পর চতুর্থী পঞ্চমী ষষ্ঠী,সপ্তমী অষ্টমী অবশেষে নবমীতে ভক্তদের দল ভরে উঠেছিল মন্ডপে মন্ডপে।বিভিন্ন পুজো কমিটি তাদের বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন থিমের মধ্য দিয়েই এবারের মাতৃ আরধনা করে। অষ্টমীর পূজো নবমীর সন্ধিপূজো এবং কুমারী পুজো অবশেষে দশমীতে শুরু হয়ে গেল মায়ের বিসর্জনের পর্ব।

একরাশ দুঃখ নিয়ে ভারাক্রান্ত বাঙালি ও বাংলার মন। যদিও উমা কে বিদায় দিতে হবে।কারণ মা উমা কে ফিরতে হবে কৈলাশে তার স্বামীর কাছে। তাই মেদিনীপুর শহরের গান্ধী ঘাটে এখন চলছে বিসর্জনের পর্ব।বিভিন্ন পুজো কমিটি তাদের প্রতিমা নিরঞ্জনের জন্য ঢাক ঢোল বাদ্যি সহকারে হাজির হয়েছেন সেখানে।এরপর চলছে একের পর এক প্রতিমা নিরঞ্জনের পালা।


Share

dnews.in