জস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গত বছরের মত এই বছর ও দুর্গাপূজো কার্নিভাল হচ্ছে মেদিনীপুর জেলায়।এই বছর এই কার্নিভাল দ্বিতীয় বছরে পড়বে।ইতিমধ্যে সেই প্রস্তুতি চলছে বটতোলা চক এলাকায়।বাছাই করা প্রায় ১৮-২০ টি কমিটি এই কার্নিভালে অংশ গ্রহণ করবে।এই কমিটি গুলো যে যার বর্ণাঢ্য রালি নিয়ে আসবে।এরপর এই প্রধান পয়েন্টে প্রদর্শন করে সোজা গোলকুঁয়া চক হয়ে ধর্মা হয়ে সোজা গান্ধী ঘাটে চলে যাবে প্রতিমা বিসর্জনের জন্য।
এই কার্নিভাল নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক সেরেছেন,প্রস্তুতি দেখে ফেলেছেন। কারা কারা এই মঞ্চে বসবে কারা কারা নিচে থাকবে তার ও একটা গাইড ম্যাপ তৈরি হয়েছে। এই কার্নিভালে বিধায়িকা,পুলিশ সুপার,জেলা শাসক এবং সঙ্গে মন্ত্রী মানষ রঞ্জন ভুইয়ার থাকার কথা আছে।