Quiz Contest:মনীষী স্মরণ ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা!গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে প্রতিযোগীদের চারা গাছ বিতরণ

Share

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:

মনীষী স্মরণ ও সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা।রবিবার সকালে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকার একটি বেসরকারি অতিথিশালায় মনীষী স্মরণ ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এই প্রতিযোগিতায় ঝাড়গ্রাম শহরের কয়েকশো প্রতিযোগী অঙ্কন প্রতিযোগিতায় ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মূলত পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্য প্রতিটি প্রতিযোগীর হাতে একটি চারা গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম বন বিভাগের প্রাক্তন এডিএফও সমীর মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।মনীষী স্মরণ ও সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক তপন কুমার সিট বলেন,”মনীষী স্মরণ ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে অঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এই বছর এই অনুষ্ঠান ৯ বছরে পদার্পণ করলো।বলা বাহুল্য তরুণ শিক্ষার্থীদের মধ্যে মনীষীদের চর্চা টা বাঁচিয়ে রাখার জন্যই আমরা এই অনুষ্ঠান করে আসছি।শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আরো সচেতন হওয়ার জন্য তাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে”।

প্রতিটা প্রতিযোগীর হাতে চারাগাছ তুলে দেওয়া প্রসঙ্গে ঝাড়গ্রাম বনবিভাগের প্রাক্তন এডিএফও সমীর মজুমদার বলেন,”এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ।বর্তমানে দিনের পর দিন যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা অস্বাভাবিক।একটা মানুষের বেঁচে থাকার জন্য ২৪টি গাছের প্রয়োজন হয়।কারণ একটি মানুষের সারাদিনের যে অক্সিজেনের প্রয়োজন তা কিন্তু ২৪টি গাছ যোগান দেয়।তাই আমাদের আরো বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।যারা আগামী দিনের ভবিষ্যৎ এই প্রজন্ম তাদেরকে এখনই গাছের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে এই চারা গাছ।আমিও সকলকে বলবো গাছ লাগান গাছ বাঁচান আমাদের আগামী প্রজন্মের জন্য”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in