নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বর্ষার শুরুতে চারা গাছ রোপণ ও বীজ বপন কর্মসূচিতে মন দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র।ধর্মা এলাকা জুড়ে চলল এক গ্রস্থ বীজ বপন কর্মসূচি।তারই পাশাপাশি কেরানি চটি,গিরিধারী চক পর্যন্ত এই চারা গাছ রোপন ও বীজ বপন কর্মসূচিতে অংশ নেয় এই কুইজ কেন্দ্রে সদস্যরা।মূলত এই ধরনের কর্মসূচি লাগাতার ভাবে চলবে বলে জানাই উদ্যোক্তারা।
পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে।এদিন সকালে সংগঠনের উদ্যোগে মেদিনীপুর শহরের বাইপাস রাস্তা ৬০ নং জাতীয় সড়কের অন্তর্গত ধর্মা মোড় থেকে কেরানী চটি মোড়ের মাঝে গিরিধারী চক্ নিকটবর্তী রাস্তার ধারে বীজ বপন ও চারাগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আগে থেকে সংগ্রহ করা আম,কাঁঠাল ও লিচু গাছের বেশ কিছু বীজ রাস্তার দুপাশে ছড়ানো হয় এবং কিছু কিছু ক্ষেত্রে শাবল,কোদালের সাহায্যে পুঁতে দেওয়া হয়।এর পাশাপাশি বেশ কয়েকটি বট গাছ লাগানো হয়।কুইজ কেন্দ্র সূত্রে জানা গেছে এই বর্ষার মরসুমে আরো কয়েকটি পর্বে তাঁরা এই কাজ করবেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুভাষ জানা, সুদীপ কুমার খাঁড়া,প্রসূন কুমার পড়িয়া, সৌনক সাহু,মৃত্যুঞ্জয় সামন্ত,নরসিংহ দাস প্রমুখ।
উল্লেখ্য এর আগে গত রবিবারও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল সংগঠনের উদ্যোগে।