সময়ের সমুদ্রে আমরা কিন্তু সময় নেই কোথায়?

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

বর্তমানে সব রয়েছে,নেই সময়। ছোট শিশু থেকে বয়স্ক বৃদ্ধ কারো সময় নেই দম ফেলার। সবাই ব্যস্ত এখন মোবাইল অ্যান্ড্রয়েড যুগে। তাই একসাথে বসে গল্প করা,সিনেমা দেখা আলাপ-আলোচনা করা একপ্রকার উঠেই যাচ্ছে সমাজ থেকে।

তাই এবারে প্রায় ২০ লক্ষ টাকা বাজেট নিয়ে “সময়ের সমুদ্রে আছি আমরা কিন্তু এক মুহূর্ত সময় নেই” থিম মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির। ৫৪ তম বর্ষে শুধু মেদিনীপুর জেলা নয়,জেলা সহ রাজ্যকে নতুন উপহার এই রবীন্দ্রনগরের। ইতিমধ্যেই শুরু হয়েছে মন্ডপের কাজ অত্যন্ত দ্রুতগতিতে।দিনের পাশাপাশি রাতেও চলছে মন্ডপ তৈরি করার কাজ। অন্যদিকে প্রতিমার কাজ চলছে জোর কদমে।

ক্লাব সভাপতি শুভজিৎ মন্ডলের বক্তব্য প্রতি বছরে নতুন নতুন থিমের উপহার দেওয়া হয় জেলা সহ রাজ্যের মানুষকে। এবারেও আমাদের একদম নতুনত্ব থিম। দর্শনার্থীরা এলে মন্ডপ ও প্রতিমার স্বাদ নিতে পারবে একটু অন্যরকম ভাবে।আমরা এই পুজোর কটা দিন রাখছি ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি।


Share

dnews.in