নিজস্ব প্রতিনিধি,খড়গপুর:
মমতাকে ঝুটি দিদি বলে সম্বোধন রেল মন্ত্রীর।বললেন এই ঝুটি দিদি শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন,কাজ করেননি।যদি কাজ কিছু করেছেন তা শুধু নিজের ভাইপোর জন্য।এরই সঙ্গে মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল কে দিয়ে সংসদে পাঠানোর জন্য খড়্গপুরের মানুষকে আবেদন জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এবার বিজেপি প্রার্থীর প্রচারে এসে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন রেলমন্ত্রীর।মূলত মেদিনীপুর লোকসভাতে এবারে বিজেপি প্রার্থী হয়েছে অগ্নিমিত্রা পল।আর এই অগ্নিমিত্রা পলের মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা হল খড়্গপুর।রেল শহর খড়গপুরে বেশিরভাগ রেলের মানুষরায় থাকেন।এদিন তার প্রচারে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এদিন তিনি বিকেল নাগাদ চপারে করে কলকাতা থেকে কলাইকুন্ডা আসেন।এরপর কলাইকুন্ডা থেকে গাড়ি করে খড়্গপুরের ধ্যান সিং ময়দানে উপস্থিত হন।সেই মাঠের মঞ্চে উপস্থিত হয়ে প্রার্থীকে নিয়ে তিনি সভা করেন।যে সভায় বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী এই দিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন।তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রেলমন্ত্রী ছিলেন।তিনি এই রেলমন্ত্রী থাকাকালীন কিছু পাথর যেখানে সেখানে রেখে শিলান্যাস করেছেন,কেবলমাত্র।কিন্তু কোথাও কাজের কাজ কিছুই করেননি।তাই তিনি হলেন “ঝুটি দিদি”।শুধু প্রতিশ্রুতি দিয়েও গেছেন,কাজ করেননি।এরপর বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী বলেন,”এই খড়্গপুরে বহু কাজের জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন উত্তর দেয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানে এখানে যদি রেলের কাজ হয় তাহলে মোদিজীর নাম ছড়িয়ে পড়বে,দিদির নাম কেউ করবে না।সেই জন্যই এই কাজ করতে দেয়নি।তিনি একটি উদাহরণ দিয়ে বলেন,”সম্প্রতি মোবাইল এবং ল্যাপটপ দুটি কোম্পানি এখানে তার কারখানা খুলতে চেয়েছিল।যেই কারখানা খুললে এখানকার মানুষের প্রচুর কর্মসংস্থান হত।শিক্ষিত বেকাররা চাকরি পেতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না অনুমতি দেওয়ার জন্য তারা ফিরে গেছে।যা ভীষণ লজ্জার বিষয় আমাদের কাছে।তিনি ক্ষোভের সুরে এও বলেন এখানে মুখ্যমন্ত্রী শুধু ভাইপো কে দেখেন,নিজের পরিবারকে দেখেন,রাজ্যের মানুষের উন্নতির কথা ভাবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী এবারে করা হয়েছে আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পলকে।আর এই অগ্নিমিত্রার হয়ে প্রচারেই এদিন রেলমন্ত্রী আসেন খড়্গপুরে।এদিন আকাশ পথে এসে গাড়িতে করে এই মঞ্চে এসেছিলেন এবং সেখান থেকেই স্বভাব সিদ্ধ ভাষায় প্রার্থীর হয়ে প্রচার করেন এবং ভোট দেওয়ার আবেদন করেন।