নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গোটা দেশের সঙ্গে মেদিনীপুর জুড়ে রাম বন্দনায় সাধারণ মানুষসহ বিজেপি।বিভিন্ন ব্যস্তবহুল মোড়ে মোড়ে চলছিল ফ্লেক্স ছবি টাঙিয়ে রাম বন্দনা।এদিন ধর্মা এলাকায় রাম বন্দনা করতে এলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।তিনি বন্দনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সংহতি মিছিল নিয়ে কটাক্ষ করে বলেন,এটা সংহতি না বরং অসংহতি মিছিল।
নির্দিষ্ট কর্মসূচি এবং বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত রাম মন্দির উদ্বোধন হলো ২২ শে জানুয়ারি সোমবার ঘটা করে।এই উদ্বোধন অনুষ্ঠানে অযোধ্যাতে রীতিমত সাড়ম্বর বসেছিল সকাল থেকে।একদিকে এই অযোধ্যাতে যেমন মন্দির উদ্বোধন হচ্ছে অন্যদিকে গোটা দেশ জুড়েই চলেছে শ্রীরামচন্দ্র বন্দনা।এদিন মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় এই শ্রী রামচন্দ্র বর্ণনা করেন জেলার মানুষজন।ধর্মা এলাকায় শ্রীরামচন্দ্র বর্ণনা করে বিজেপি।সেখানেই শ্রী রামচন্দ্রর বন্দনা করতে আসেন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।তিনি ভগবান শ্রী রামচন্দ্রের আরতি করার পরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
তৃণমূলের সংহতি মিছিল করাকে নিয়ে প্রশ্ন করা হলে ভারতী ঘোষের সোজা সাপ্টা বক্তব্য এটা সংহতি না এটা অসংহতি মিছিল।কেননা যে মিছিল মেজরিটি মানুষদের নিয়ে হয় না সেটা অসংগতি বলা চলে।আসলে এরা সংহতি শব্দটি কি তা বুঝতে শিখেনি। যেখানে রাজ্য সরকার বারবার ধরে বলছে ধর্ম যে যার উৎসব সবার সেখানে নিজেরাই সংহতি বুঝতে অসুবিধে বোধ করছেন।এরপর পুলিশের পুজো বন্ধ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতী ঘোষ বলেন,”কলকাতার বিভিন্ন জায়গায় পুজো বন্ধ করার অভিযোগ এসেছে তার কাছে।বিশেষ করে নর্থ ক্যালকাটা নিউটাউন রাজারহাট সহ ভিন্ন ভিন্ন জায়গায়।পুলিশ কেন পুজো বন্ধ করাচ্ছে বা হুমকি দিচ্ছে তা নিয়ে প্রশ্ন রয়েছে”ধর্ম তো কোন রাজনৈতিক দলের নয় ধর্ম সবার উপরে।