Ramp Show :ফুড ফেস্টিভালে ব়্যাম্প শো! বিভিন্ন আভিজাত্য পোশাকে হাঁটলো 34 প্রতিযোগী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

মেদিনীপুরে একের পর এক ব়্যাম্প শো।এবার ফুড ও আর্ট ফেস্টিভ্যালের ব়্যাম্প শো তে হাঁটলো ৩৪ প্রতিযোগী। মূলত ভিন্ন রাজ্যের ভিন্ন ঘরানার পোশাকে তারা একে একে এই মঞ্চে হেঁটে দেখালেন। উদ্যোক্তা শান্তা বাগচী বললেন মূলত মেদিনীপুরের মানুষের প্রতিভাকে তুলে আনায় আসল লক্ষ্য। এই ফেস্টিভ্যাল চলবে আগামী আটই জানুয়ারি পর্যন্ত।

এবার ফুড এবং আর্ট ফেস্টিভ্যাল এক ঝটকা ব়্যাম্প শো আর সেই শো তে হাঁটল ক্ষুদে থেকে বড় তরুণ তরুণী সহ প্রায় ৩৪ জন প্রতিযোগী।এরকমই দৃশ্য দেখা গেল মেদিনীপুর শহরে।প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগরের বিদ্যাসাগর হলে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল।প্রায় শতাধিক স্টলে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন রাঁধুনিরা।চিকেন,মাটন,ফিস ফ্রাই সহ নানা দেশের নানা রাজ্যের বিভিন্ন ধরনের রান্না নিয়ে হাজির ফেস্টিভালে অংশগ্রহণকারী সদস্যরা।আর সেই ফুড ফেস্টিভ্যালে সেই মুখরোচক সুস্বাদু খাবার খেয়ে উপভোগও করছেন মেলা প্রেমীরা।এরই সঙ্গে এইদিন একটি ব়্যাম্প শো আয়োজন করল ফুড ও আর্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তারা।বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘরানার পোশাক ঢেকে এই শো তে হাঁটলো একে একে ৩৪ প্রতিযোগী। এই ব়্যাম্প শোতে যেমন ছিল পাঁচ বছরের খুদে শিশুরা তেমন ছিল টিনএজ এবং তরুণ তরুণীরা সঙ্গে অংশ নিয়েছিল নববিবাহিত দম্পতিরাও।

এই ফেস্টিভাল এবং শো এর উদ্যোক্তা ছিলেন মেদিনীপুর শহরের শান্তা বাগচী।এরই সঙ্গে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল মেকআপ পার্টনার নিতু ব্যানার্জি,গ্রূমিং পার্টনার বাসদ দত্তা,কোরিওগ্রাফার বিউটি দাস এবং এই প্রতিযোগীদের অলংকারে ভরিয়ে দিয়েছিল শিল্পা অর্নামেন্টস হাট এন্ড উইথ অল লাভলি মডেলস।তবে এই শো দেখতে হাজির হন অসংখ্য দর্শক তারা তারিয়ে তারিয়ে উপভোগ করেন এই ব়্যাম্প শো। বলা যেতে পারে মেদিনীপুরে একরকম নতুন দিশা দেখাচ্ছে এই উদ্যোক্তারা।

এ বিষয়ে উদ্যোক্তা শান্তা বাগচী বলেন মেদিনীপুরের মানুষের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে তা তুলে ধরাই আমাদের আসল উদ্দেশ্য। আর সেই জন্যই আমরা এই প্রতিযোগীদের নিয়ে এসেছি এবং কিছু করে দেখানোর চেষ্টা করেছি।


Share

dnews.in