নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গত তিনদিন ধরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আয়োজন করেছিল পশ্চিম মেদিনীপুর রেডক্রস সোসাইটি।কয়েক শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা হয় এই কয়েকদিনে।আগামী 30শে নভেম্বর শিশু দিবস পালন হবে।ঐদিনই বয়স ভিত্তিক তিন দিন ধরে চলা এই শিবিরে শিশুদের পুরস্কৃত করা হবে।
ভারতীয় রেডক্রশ সোসাইটি পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগেও পরিচালনায় আগামী 30 নভেম্বর শিশু দিবস পালন উপলক্ষে এইদিন শেষ হলো তিন দিন ধরে চলা বার্ষিক শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির।উল্লেখ্য এই শিবিরের উদ্বোধন করেছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা۔ টি পি ঘোষ এই দিনের সমাপ্ত দিবসে শিশু স্বাস্থ্য পরীক্ষা করেন ডা۔ পি সি মন্ডল , ডা۔ দিবজ্যোতি দে ,ডা۔ পি কে বাগচী,ডা۔ রাহুল ভকত,ডা۔ ঋত্বিক মুখার্জী, ডা۔ সুব্রত নন্দী সহ বিশিষ্ট শিশু চিকিৎসকবৃন্দ ও অন্যান্য চিকিৎসকবৃন্দ।বয়স ভিত্তিক তিন দিন ধরে চলা তিনটি বিভাগের এই শিবিরের প্রত্যেকে শিশুকে 30 শে নভেম্বর পুরস্কৃত করা হবে পাশাপাশি শ্রেষ্ঠ মায়েদেরও পুরস্কৃত করা হবে।এই বিষয়ে রেডক্রশের জেলা সম্পাদক ডা۔ গোলক বিহারী মাজি জানালেন মেদিনীপুর বিধান সভার উপনির্বাচনের বিধিনিষেধের কারণে 14 ই নভেম্বরের পরিবর্তে 30 শে নভেম্বর শিশু দিবসের অনুষ্ঠানটি করা হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও শিশুদের উৎসাহিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন।
এই শিবিরে উপস্থিত ছিলেন পরিচালন সমিতির কোষাধ্যক্ষ আইনজীবী দেবাশিষ দাস , চিত্তরঞ্জন মুখার্জী,অসিত বন্দ্যোপাধ্যায়,অমিত কুমার সাহু প্রমুখ।