Republic Day Celebration:75 তম সাধারণতন্ত্র দিবস পালন জঙ্গল মহল মেদিনীপুরে! অংশ নিল জেলার 18 টি ট্যাবলো

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

গোটা দেশের সঙ্গে রাজ্য এবং জেলায় পালিত হল রিপাবলিক ডে। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে এই ৭৫তম সাধারণতন্ত্র দিবসের অভিবাদন গ্রহণ করলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার।এই অভিবাদন গ্রহনের জন্য ঘুরলো জেলার ১৮ টি বর্ণাঢ্য ট্যাবলো।

সাধারণতন্ত্র দিবস

গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ও রিপাবলিক ডে অর্থাৎ সাধারণতন্ত্র দিবস পালিত হলো সাড়ম্বরে।এইদিন নিয়ম এবং নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পুলিশ লাইন মাঠে এই সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হয়।যেখানে প্রথমে পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী।এই দিন জেলা শাসক পতাকা উত্তোলনের সাথে সাথে তিনি জেলাবাসীর জন্য শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন জ্ঞাপন করেন।এরই সঙ্গে রাজ্য সরকারের নতুন বার্তা পৌঁছে দেন জেলা বাসির কাছে।এরপর তাকে পুলিশ প্রশাসন থেকে কুচকাওয়াজের মহড়ার মাধ্যমে তাকে অভিবাদন জানানো হয়।একে একে বিভিন্ন রাজ্য পুলিশের প্যারেডের পাশাপাশি বিভিন্ন পুলিশের গাড়ির তার নির্দিষ্ট বাদ্যযন্ত্র এবং সাইরেন বাজিয়ে অভিবাদন জানান জানানো হয়।

জেলাশাসক খুরশিদ আলী কাদেরীর সঙ্গে এই অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।এই অভিবাদনের পরই এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।যে অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছোট ছোট কচিকাঁচারা।তারা বিভিন্ন রকম নৃত্য গীতে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে।


Share

dnews.in