Review Meeting : সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আসরে জেলা শাসক! শালবনিতে বসলো রিভিউ মিটিং

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনী :

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলেই এবার রিভিউ মিটিং ডাকলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী।এইদিন তিনি ঘাটালের পর শালবনীর হাল হাকিকত নিয়ে খোঁজ খবর নেন।এক প্রস্থ আলোচনা সারেন সরকারি আধিকারিকদের নিয়ে রাজ্যের প্রকল্প গুলির অগ্রগতি বিষয় সম্পর্কে।মিটিং শেষে তিনি বলেন জেলার নতুন নতুন প্রকল্পর কাজ ধরা হয়েছে পুরনো কাজগুলো আমরা প্রায় শেষ করে ফেলেছি।

উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তথা সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে রিভিউ মিটিং জেলা শাসকের।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জেলায় জেলায় রিভিউ বৈঠক শুরু করেছেন ক্ষমতায় আসার পর থেকেই অনেকটা সেই ধাঁচেই লোকসভা নির্বাচনের আগে ব্লকে ব্লকে রিভিউ বৈঠক শুরু করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী।ঘাটালের পর শনিবার শালবনী বিডিও অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হল এই রিভিউ বৈঠক। শালবনী,মেদিনীপুর সদর ও কেশপুর ব্লকের BDO, BMOH, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। মূলত, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্ম এবং সরকারই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে জানিয়েছেন জেলাশাসক।

জেলা শাসক খুরশীদ আলী কাদরী বলেন জেলার প্রচুর পরিমাণে কাজ আমরা করে ফেলেছি।এখন তার মধ্যে রয়েছে রাস্তাশ্রী প্রকল্পের কাজ।এছাড়াও গ্রামে গ্রামে উন্নয়ন সম্পর্কিত সমস্ত কাজগুলি আমরা প্রায় শেষ করে ফেলেছি। কিছু কিছু নতুন প্রকল্প এর কাজ ধরা হচ্ছে। বাকি কাজ প্রকল্পের কাজ গুলো কোথায় কি অবস্থায় রয়েছে তা নিয়ে বৈঠক সারলাম।


Share

dnews.in