Rgkar Insident:রাজ্য ব্যাপী এক ঘন্টা থানা ঘেরাও কর্মসূচি কংগ্রেসের!কোতোয়ালির গেটে বিক্ষোভ জেলা কংগ্রেসের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আরজিকর কাণ্ডে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা এক ঘন্টা ঘেরাও করে রাখল জেলা কংগ্রেস।এদিন জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করেন অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেইসঙ্গে পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার।গোটা রাজ্যের সঙ্গে জেলায় জেলায় কর্মসূচিতে শামিল হয় কংগ্রেস।

থানা ঘেরাও এ কংগ্রেসিরা

আরজি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নামল জেলা কংগ্রেস।এই দিন রাজ্যের সঙ্গে জেলায় এক প্রস্থ থানা ঘেরাও কর্মসূচি করল তারা।এদিন তারা মেদিনীপুর কোতোয়ালি থানা ঘিরে বিক্ষোভ দেখান ঘন্টাখানেক।বলা চলে থানার দরজা লাগিয়েই এ বিক্ষোভে সামিল হন তারা। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেল না।গ্রেপ্তার হলো না এই ঘটনার সঙ্গে যুক্ত বাকি দোষীরা।যা নিয়ে এখনো রাজ্য রাজনীতিতে অশান্তি অব্যাহত।সেই ঘটনায় জুনিয়র ডাক্তার অনশন এবং আন্দোলনে চালিয়ে যাচ্ছেন।এবার রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে নামলো রাস্তায়।এদিন কংগ্রেস থেকে ডাক দেওয়া হয়েছিল গোটা রাজ্যের সমস্ত থানায় এক ঘন্টা ঘেরাও কর্মসূচি।যার অঙ্গ হিসাবে মেদিনীপুর কোতোয়ালিতে এই কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেস নেতৃত্ব।যাতে নেতৃত্ব দিতে রাজ্য থেকে দৌড়ে আসেন প্রদেশ কংগ্রেসে সদস্য তথা পশ্চিম মেদিনীপুরের অবজারভার রাণা চন্দ।

এছাড়াও এই থানা ঘেরাও কর্মসূচি নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়,প্রাক্তন সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়,অরূপ মুখার্জী,তীর্থঙ্কর ভকত,পার্থ ভট্টাচার্য,অনিল শিকারিয়া,সামসাদ হোসেন প্রমূখ।এদিন বক্তারা আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী তীব্র কটাক্ষ করেন এবং এরই সঙ্গে বিজেপি তৃণমূলের যোগ নিয়েও প্রশ্ন তোলেন।

এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় বলেন,”এই ধরনের আন্দোলন ব্রিটিশ পিরিয়ড ছাড়া আর কোনো সময় দেখা যায়নি বর্তমানে পুলিশ পুরো তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আমরা চাই পুলিশ তার নিরপেক্ষভাবে কাজ করুন না হলে আগামী দিনে আরো ভয়ংকর দিন আসতে চলেছে এই শাসকদলের”।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in