RGkar Insident: RGkar কাণ্ডে এবার কলেজে কলেজে অবস্থান বিক্ষোভ তৃণমূলের!অভিযোগ তোলা হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

আর.জি.কর হাসপাতালে ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে কেশপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। নেতৃত্ব দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্বরা।অন্যদিকে এক প্রস্থ মেদিনীপুর কেডি কলেজেও অবস্থান বিক্ষোভ চলে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে,নেতৃত্বে আরবাজ হোসেন।

আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ

গত ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন বিক্ষোভ কর্মসূচির।তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভ নামল।উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদায়িত,কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশিফ ইকবাল ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মহব্বত হোসেন, কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ ইনজামূল হক।অবস্থান-বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো ধর্ষণের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্র সরকারকে আইনে বদল আনতে হবে।যাতে আগামী দিনে কোন মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে ভয় পায়।এরই পাশাপাশি মেদিনীপুরেও বিক্ষোভ।

মূলত আর.জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবীতে জননেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নির্দেশে মেদিনীপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও কে ডি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in