নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আরজিকরের ঘটনায় এবার রাস্তায় অবরোধ করে আন্দোলনে নামলো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল।পশ্চিম মেদিনীপুরের তিনটি ডিভিশনে দফায় দফায় অবরোধ করে রাখা হয়।সেই অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় ভোগান্তি জেলা জুড়ে।
আরজি করের ঘটনায় এবার রাস্তায় অবরোধ করে আন্দোলনে নামলো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল।মঙ্গলবার জেলা জুড়ে এই অবরোধ বিক্ষোভে সামিল হয় তারা।এদিন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী,গড়বেতা,ঘাটাল,দাসপুর,কেশপুর অন্যদিকে পিংলা,সবং,ডেবরা,কেশিয়াড়ি দাঁতন এবং খড়গপুর সহ মেদিনীপুরের ১৫ টি বিধানসভার বিভিন্ন প্রান্তে এই অবরোধ ও বিক্ষোভ চলে তাদের।বিশেষ করে ঘাটাল এলাকায় এক প্রস্থ বিক্ষোভ চালানো হয়।
এরই সঙ্গে পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে অবরুদ্ধ করে রাখা হয়।অন্যদিকে কেশিয়াড়ীতে অবরোধ চলে তাদের এক প্রস্থ।পাশাপাশি মেদিনীপুর ধর্মা এলাকায় এবং খড়গপুরে এক প্রস্থ অবরুদ্ধ করে রাখে তারা।তাদের দাবি আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেইসঙ্গে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা করা।মেদিনীপুর শহরে ধর্মা এলাকায় তারা অবরোধ করা শুরু করে।তাদের ধামসা মাদল প্রভৃতি রাস্তায় রেখেই অবরোধে সামিল হয় এবং সেই অবরোধের ফলে ধর্মা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।রাস্তায় দাঁড়িয়ে পড়ে চার চাকা দু চাকা,ট্রাক সহ মোটরবাইক অটো টোটো যানবাহন।
অন্যদিকে সুবিচারের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীতে ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চালালো সংগঠনের পক্ষ থেকে।দাবি আরজিকর ও পূর্ব বর্ধমানে আদিবাসী মহিলার উপর নির্যাতন অবিলম্বে দোষীদের শাস্তি ও রাজ্যে নারী নিরাপত্তা দাবি তোলা হয় এদিনের বিক্ষোভ থেকে।এই আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে ব্যাহত যানচলাচল,বাস থেকে প্রাইভেট গাড়ি ভোগান্তিতে সাধারণ মানুষ,সকাল থেকে কেশিয়াড়ী বাসস্ট্যান্ড এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে সংগঠনের।
পাশাপাশি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর বকুলতলা এলাকায় যানজটে নাজেহাল যাত্রীরা।বর্ধমানের আদিবাসী নার্সিং পড়ুয়াকে ধর্ষণ করে খুন ও আর জি করের ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে দাসপুর বকুলতলায় পথ অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল। এই অবরোধের জেরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক এবং বকুলতলা থেকে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড় অবরুদ্ধ হয়ে পড়ে।অবরোধের জেরে তীব্র যানজটে সৃষ্টি হয়।প্রায় ৪৫ মিনিট অবরোধের পর রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে দাসপুর থানার পুলিশ।