RGkar Protest: তিলোত্তমার ঘটনায় আমি মর্মাহত এবং লজ্জিত, কেন্দ্র সরকারকে নারীর নিরাপত্তা নিয়ে বাজেট বাড়াতে হবে!জুন মালিয়া

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সংসদে আগামী অধিবেশনে সমস্ত সাংসদদের আরজিকারের ঘটনা নিয়ে প্রস্তাব আনা উচিত বলেই মেদিনীপুরে দাঁড়িয়ে মত প্রকাশ করলেন সাংসদ জুন মালিয়া।পাশাপাশি সংসদ থেকেই আইনকে আরো মজবুত করা উচিত বলেই মত সাংসদের।আর জি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মেদিনীপুর শহরে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করে মন্তব্য সাংসদ জুন মালিয়ার।

সাংসদের মৌন মিছিল

আরজিকরের ঘটনায় এবার মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করল মেদিনীপুরের সাংসদ অভিনেত্রী জুন মালিয়া।এই দিন তিনি মেদিনীপুর শহরের কাউন্সিলর এবং মহিলাদের নিয়ে এই মিছিল করেন।যেখানে মিছিলে পা মেলান কয়েকশো মহিলা।মেদিনীপুর শহরের রিং রোড মিছিল শেষ করে মুখোমুখি হন সাংবাদিকদের এবং সেখানে আরজিকর প্রসঙ্গে নিয়ে তিনি মন্তব্য করেন। মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন এই তিলোত্তমার ঘটনা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন।এই অধিবেশনে পার্লামেন্টে এই নিয়ে আমরা প্রশ্ন করব এবং যাতে কঠোর থেকে কঠোর আইন করা যায়,তার জন্য আবেদন করব।এরই সঙ্গে সিবিআই প্রসঙ্গে তিনি বলেন CBI এর কাছে এই কেসটি গিয়েছে,এই কেসটি যাতে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করে অপরাধীদের দ্রুত শাস্তি দিতে পারে তারই আর্জি করব।এরপর কলকাতায় এ ধরনের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন কলকাতার মতন জায়গায় তিলোত্তমার মতন এ ধরনের ঘটনায় আমরা লজ্জিত।যদিও আমরা ও কাজের সূত্রে রাত করে বাড়ি ফিরি তবে এরকম ঘটনার মুখোমুখি কোনদিন হয়নি।এরপর দেশের ইনফ্রাস্ট্রাকচার ও নিরাপত্তা নিয়ে বলেন নারী সুরক্ষা নিয়ে বাজেট বাড়াতে হবে কেন্দ্র সরকারকে।নতুন করে এ্যালোকেট করতে হবে পার্লামেন্টের।

এরপর ক্রমাগত আন্দোলন নিয়ে তিনি মন্তব্য করতে গিয়ে বলেন,”সামনে আমাদের বড় লড়াই। যেটা একদিন,এক মাস বা ছয় মাসের প্রতিবাদে কখনো শেষ হতে পারে না।আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে হবে,পরিবর্তন আনতে হবে মায়েদের মধ্যে। এছাড়া বাড়ির মধ্যে ছেলেদের পরিবর্তন আনতে হবে একজন সজ্জন ব্যক্তি গড়ে তুলতে হবে।এইদিন ছেলেদের ডানা কাটার নিদান দিয়ে বসেন এদের সাংসদ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in