নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
‘অপদার্থ কাউন্সিলারের ব্যর্থতায় বেহাল ওয়ার্ডের রাস্তাঘাট’ অভিযোগ তুলে পথ অবরোধের সামিল হলো ১৪ নং ওয়ার্ড সুরক্ষা সমিতি। আধঘন্টা পথ অবরোধে যানজট সংশ্লিষ্ট এলাকায়।যদিও পাল্টা কাউন্সিলরের দাবি বাড়ি বাড়ি জলের লাইনের কাজ চলছে ওয়ার্ডে আর তা কমপ্লিট হলেই ঢালাই রাস্তা করে দেওয়া হবে ওয়ার্ডের বেহাল রাস্তাগুলি।
সদ্য বর্ষাকাল শেষ হয়েছে চলছে ভাদ্র মাস।তারই মাঝে মাঝে টানা বর্ষণ হচ্ছে গোটা জেলা রাজ্যজুড়ে।আর যার মধ্যেই ওয়ার্ডের রাস্তাঘাট সমস্ত বেহাল হয়ে পড়েছে। তবে অন্যান্য ওয়ার্ড থেকে মেদিনীপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের রাস্তা বেহাল, খানাখন্দে ভরা।তাই সেই অভিযোগ তুলে এবার আধ ঘন্টার পর পথ অবরোধ শামিল হল ১৪ নম্বর ওয়ার্ড সুরক্ষা সমিতি।এদিন মেদিনীপুর শহরে ১৪ নং ওয়ার্ডের সাহেব পুকুর চক ব্যস্ত বহুল রাস্তার মোড়ে এই অবরোধ চলে।রীতিমতো ব্যানার নিয়ে অবরোধে সামিল হয় সমিতির লোকজন।এই অবরোধ চলে আধ ঘন্টা মত। সেই অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। সমিতির অভিযোগ ওয়ার্ড কাউন্সিলর এর অযোগ্যতায় ওয়ার্ডের সমস্ত রাস্তা গুলি বেহাল হয়ে পড়েছে।যার জেরে ওয়ার্ডে ঘটছে এক ও একাধিক দুর্ঘটনা।বহুবার আবেদন নিবেদন করেও কোন উত্তর মেলেনি।তাই বাধ্য হয়ে তারা এই অবরোধে সামিল হয়েছে।এই সমিতির তরফ থেকে সোমনাথ সিনহা,হেমন্ত সাউ সহ নেতৃত্ব দেন শতাধিক সমিতির লোকজন।যদিও এই ঘটনায় কাউন্সিলার সাফ জানিয়ে দিয়েছেন রাস্তার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে,শুধু কাজ শুরু হওয়ার অপেক্ষায়।
এ বিষয়ে সমিতির তরফ থেকে সোমনাথ সিনহার অভিযোগ,”বহুবার আবেদন নিবেদন করা হয়েছে কাউন্সিলরকে কিন্তু কাউন্সিলার কোন কর্ণপাত করছেন না।যার জন্যই ওয়ার্ডে বেহাল রাস্তা এবং ঘটছে দুর্ঘটনা।আমরা আজকে আধঘন্টার পথ অবরোধ করেছি।এরপর আগামী দিনে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবো।
যদিও এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর অর্পিতা রায় নায়েক বলেন,”সুরক্ষা সমিতি বলে কোন সমিতি ওয়ার্ডে আছে বলে তিনি জানেন না। যারা করছেন তারা কোন দলের তাও অজ্ঞান তার।তবে রাস্তাঘাটের বেহাল হওয়া সম্পর্কে তিনি বলেন ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে গত ফেব্রুয়ারি মাসে।ওয়ার্ডে কলের লাইনগুলি দেওয়ার কাজ চলছে।সেগুলি কমপ্লিট হয়ে গেলেই পুরো রাস্তা একসাথে ঢালাই করে দেওয়া হবে। জলের লাইন অর্ধেক হওয়ার মাঝে রাস্তা করলে পুনরায় রাস্তা আবার ভাঙতে হবে।