নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড় :
গ্রামের অধিকাংশ মানুষের সময়ে অসময়ে চিকিৎসা পরিষেবা দিয়ে আসেন গ্রামীণ ডাক্তাররা।বড় ডাক্তারের কাছে যাওয়ার আগেই প্রাথমিক ট্রিটমেন্ট তাদের হাত দিয়েই হয়ে থাকে প্রায় সময়।কিন্তু তারা পায়নি কোনো সরকারি স্বীকৃতি।তাই নিজেদের দাবি দাওয়া ও চিকিৎসায় আরও উন্নত করতে এইদিন ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে হয়ে গেল তাদের নিয়ে এক সেমিনার।অংশ গ্রহণ করেন তিন শতাধিক গ্রামীন চিকিৎসক।
গ্রামীন চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ সেমিনার সহ তাদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে একটি বিশেষ সভার আয়োজন হলো রবিবার।এইদিন ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের কুশবসান প্রাথমিক বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়।যেখানে সংগঠনের প্রায় তিন শতাধিক গ্রামীন চিকিৎসক অংশগ্রহণ করেন। এদিনের এই সেমিনারে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ভুবনেশ্বরে হাইটেক হসপিটাল ও শিবাজী হসপিটাল এর বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন বিষয়ে অবগত করেন।গ্রামীণ এই চিকিৎসক সংগঠনের সদস্যদের দাবি রাতদিন যে কোন প্রতিকূল পরিবেশে আপৎকালীন অবস্থায় জরুরী পরিষেবা প্রথম তারাই দিয়ে থাকেন।
তাই সমাজে তাদের আবশ্যিক প্রয়োজনীয়তা রয়েছে।তা সত্ত্বেও সরকারিভাবে এই গ্রামীন চিকিৎসকদের বিভিন্নভাবে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করা হয়নি এখনো। এমনকি জরুরী ভিত্তিতে পরিষেবা দিতে গিয়ে কোন পেসেন্টের সমস্যা তৈরি হলে তার দায়ভার এসে পড়ে তাদের ঘাড়ে।তখন তাদেরকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।তারা চান সরকারিভাবে তাদেরকেও যেন স্বীকৃতি দেওয়া হোক।সেই সঙ্গে তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনারের ও আয়োজন করা হোক।অপরদিকে এইদিনের এই সভা থেকে যে সকল সমস্যাগুলি তারা আলোচনা করেছেন তা সমাধানের জন্য সরকারের কাছে সেগুলি তুলেধরবেন।এমনকি সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা এদিন।