Salboni BRBNML CISF: তীব্র গরমে মানুষের পাশে শালবনী BRBNML এর CISF জওয়ানরা!প্রায় চার হাজার শরবত বিতরণ

Share

নিজস্ব প্রতিনিধি,শালবনী:

জঙ্গলমহলের মানুষের পাশে শালবনী BRBNML এর CISF জওয়ানরা।এই গরম এবং তীব্র দাবদাহে তৃষ্ণা নিবারণের জন্য শরবত বিলি করল রীতিমতো তাঁবু খাটিয়ে। সকাল 9 টা থেকে দুপুর পর্যন্ত চলল এই শরবত বিতরণ আর সেই শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ হলো পথ চলতি ট্রাক,বাস,অটো টোটোতে থাকা মানুষজন,ড্রাইভারও কন্ট্রাক্টরেরা।সবাইকে সুস্থ ভালো থাকার বার্তা দিলেন কমান্ডেন্ট চঞ্চল সরকার।

দক্ষিণবঙ্গ এ একের পর এক ডিগ্রি তাপমাত্রার পরিমাণ বেড়েই চলছে।আজকে ৪৫ ডিগ্রিতে রান করে তাপমাত্রা। এই তীব্র দহনে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।তবে কাজের তাগিদে বেরোলে কি কি নেওয়া দরকার তারও নির্দেশিকা জারি করেছে।এই গরমে ঘর থেকে বেরোলে সবচেয়ে বড় সমস্যা হলো তীব্র জল কষ্টের।এই জল কষ্টের সমস্যা থেকে মুক্তি দিতে পাশে দাঁড়ালো শালবনী BRBNML এর CISF জওয়ানরা।এদিন শালবনিতে NH- 60 রোড এর কাছে তারা রীতিমত তাঁবু খাটিয়ে শরবত বিতরণ করল সাধারণ মানুষের উদ্দেশ্যে।এইদিন রাস্তার উপর দিয়ে যাওয়া ট্রাক,বাস,ট্যাক্সি,মারুতি,বাইক আরোহী অটো,টোটো,টেম্পু সহ পথ চলতি মানুষের হাতে তারা এই স্বাস্থ্যসম্মত শরবত তুলে দিলেন।যা পান করে মানুষ তৃপ্তি অনুভব করেন।সকাল 9 টা থেকে প্রায় দুপুর দুটো পর্যন্ত এই ক্যাম্প থেকে শরবত তুলে দেওয়া হয়।এই শরবত দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী BRBNML CISF এর কমান্ডেন্ড চঞ্চল সরকার, ইন্সপেক্টর বাসুদেব মাঝি,এস কে সাউ,এস কে দাস,প্রীতি চক্রবর্তী,সুস্মিতা সরকার,সুলেখা বোস সহ সিআইএসএফের জওয়ানরা।

এ বিষয়ে শালবনী BRBNML CISF এর কমান্ডেন্ড চঞ্চল সরকার বলেন,”এই ধরনের সমাজ সচেতন মূলক অনুষ্ঠান আমাদের আগামী দিনেও চলবে।আমরা মূলত তৃষ্ণার্ত মানুষের সাহায্য করতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।যেখানে সকল মানুষের হাতে এই শরবত তুলে দেওয়া হয়।


Share

dnews.in