Sanjukta Pally Pujo : ফেলে আসা দিন কেমন ছিল দেখতে চলে আসুন 15 লক্ষের ‘ইতিকথা’থিম সংযুক্ত পল্লীতে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

ইতি কথা নিয়ে সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৭২তম বর্ষের এবারের পুজো। ইতি’ শব্দের আভিধানিক অর্থ হলো সমাপ্তি বা শেষ। মানুষের জীবনে এমন অনেক ঘটে যাওয়া ঘটনা থাকে যার আর কখনো পুনরাবৃত্তি হয় না।কালের নিয়মে সেগুলো মানুষের স্মৃতিতেই গচ্ছিত থাকে। শুধুমাত্র সুন্দর স্মৃতি হিসেবেই তাদের স্মরণ করা যায়।এই বছরের মন্ডপে সেইরকমই কিছু মধুর স্মৃতি নিয়ে এই বছরের পুজোর থিম এই কমিটির।

মূলত যাদের কালের নিয়মে সমাপ্তি ঘটেছে।পুনরায় তারা আর কখনো হয়তো আমাদের জীবনে ফিরে আসবে না।তাদের কথা বা গল্পে যেন ছেদ পড়ে গিয়েছে। সেই সব সমাপ্ত বা শেষ হয়ে যাওয়া কথাদের নিয়েই ভাবনা এই “ইতি কথা”। এই সুন্দর স্মৃতিগুলোর সাথে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম একেবারেই পরিচিত নয়। এবারেও সৃজনে ও ভাবনায় শিল্পী প্রশান্ত খাটুয়া ও রংতুলি আর্ট গ্রুপ।এই পুজোর বাজেট ১৫ লক্ষ।

এ বিষয়ে পুজো কমিটির সভাপতি শান্তনু চক্রবর্তী বলেন মানুষ একসময় তার শৈশবকাল এবং ফেলে আসা দিনগুলো ভুলতে বসেছে।তাই সেই সব দিন ফিরে আনার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। এছাড়াও আমরা পুজোর কয়েকটি দিন বৃদ্ধাশ্রমের মানুষদের খাওয়ানোর পাশাপাশি এলাকার নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে থাকি। নতুনত্ব দেওয়ায় আমাদের উদ্দেশ্য।


Share

dnews.in