Sayani Ghosh:সন্ত্রাসের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়িত তারাই সন্ত্রাসের অভিযোগ করে!মেদিনী পুরে প্রচারে এসে দিলীপের পাল্টা সায়নী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভোট প্রচারে শেষ পর্বে ঝড় তুললেন তৃণমূল নেত্রী,সাংসদ সায়নী ঘোষ। এদিন দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তিনি কলেজ মাঠ থেকে একটি Rally বার করান এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”এখানে সন্ত্রাস বলে কিছু নেই।বিজেপি কিছু ন্যারেটিভ কথা বলার জন্য এ ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে।ওরাই সন্ত্রাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত”।

প্রচারে সায়নী

আজ 11 ই নভেম্বর ছিল উপনির্বাচনের শেষ দিন আর এই দিন শেষ বেলায় প্রচারে এসে ঝড় তুললেন তৃণমূল নেত্রী সাংসদ সায়নী ঘোষ।এদিন তিনি উপনির্বাচনের দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মেদিনীপুরে উপস্থিত হন বিকেল নাগাদ।এরপর সুজয় হাজরার বর্ণাঢ্য Rally তে তিনি যোগদান করেন।তার সঙ্গে যোগদান করেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।তবে মিছিলের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সন্ত্রাস প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন,”তারাই সন্ত্রাসের অভিযোগ করে যারা সন্ত্রাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।বিজেপির কিছু বলার নেই।কিছু একটা ন্যারেটিভ মন্তব্য করতে হবে তাই তারা এ ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে”।এরপর উপনির্বাচনে দলীয় প্রার্থী জেতা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন ফাঁকা মাঠ গোল দেবো আমরাই।কেউ মাঠে নেই।তবে ভোটের প্রচারে হিন্দু ও মুসলিম ভোট বিভাজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম জৈন শিখ সবাই একজোট হবেন এবং ভোট আমাদেরকেই সবাই দেবে।এখানে কোন বিভাজন নেই।

প্রসঙ্গত উল্লেখ্য,আর পাঁচটা বিধানসভার মতো মেদিনীপুর জেলার উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 13 ই নভেম্বর।আজ ছিল তার শেষ প্রচার।এদিন ডান বাম কংগ্রেস সিপিআই সবাই এক জোট হয়ে প্রচার চালান জোর কদমে।তবে মেদিনীপুরের ক্ষেত্রে লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির।যদি ওই দিন প্রথম পর্বে প্রচারে বিজেপি নেতা দিলীপ ঘোষ ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগ তোলেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in