Search talent 2023 : সুষ্ঠু সমাজ গড়তে ‘অপরাজেয় মেধা অন্বেষণ ২০২৩! আয়োজক অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন‌

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

দেড় হাজারেরও পরীক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হলো অপরাজেয় মেধা অন্বেষণ ২০২৩ যা আয়োজনে ছিল অপরাজেয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন‌।মূলত শহর এবং গ্রামের শিক্ষার্থীদের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে অপরাজেয়’র মহৎ প্রচেষ্টাই হল এই অপরাজেয় মেধা অন্বেষণ।এইদিন দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই মেধা অন্বেষণ অভীক্ষাটি অনুষ্ঠিত হয়।পরবর্তী মেধা অন্বেষণ আগামী ২০২৪ সালের ২২ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।তাই আগামী দিনে একটি উজ্জ্বল এবং সুষ্ঠু সমাজ গড়তে অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন‌ গ্রহণ করলো তাদের নবতম কর্মসূচী ‘অপরাজেয় মেধা অন্বেষণ’।শহর এবং গ্রামের শিক্ষার্থীদের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে অপরাজেয়’র মহৎ প্রচেষ্টাই হল অপরাজেয় মেধা অন্বেষণ।দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই মেধা অন্বেষণ অভীক্ষাটি অনুষ্ঠিত হয়।সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে এই অভীক্ষাটি অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করার চেষ্টা করা হবে বলে অপরাজেয়-এর পক্ষ থেকে জানানো হয়েছে।মোট আড়াই ঘন্টার এই অভীক্ষাটি মোট ১২ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দেড় হাজারেরও বেশি।বিগত কয়েক মাস ধরে এবং পরীক্ষার দিন যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই মেধা অনুষ্ঠান টি সুষ্ঠুভাবে সাফল্যমন্ডিত করে তুলেছেন তাঁদের প্রতেককে এবং পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল কর্তৃপক্ষ,অভিভাবক-অভিভাবিকাবৃন্দকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।পাশাপাশি পরীক্ষার্থীদেরকেও বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়েছে।পরবর্তী মেধা অন্বেষণ আগামী ২০২৪ সালের ২২ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


Share

dnews.in