তরুণ কবিদের উদ্যোগে শারদীয়ার বুক স্টল পূজা মন্ডপে! ভিড় জমালেন ক্রেতারা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

উদ্বোধন হল তরুণ কবিদের শারদীয় বুক স্টলের।এই দিন উদ্বোধন করলেন সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি শান্তনু চক্রবর্তী। এই তরুণ কবিরা এদিন সভাপতি কে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত এবং গর্বিত হয়।মূলত ষষ্ঠী থেকে নবমী অবধি প্রত্যহ সন্ধ্যে ৬:৩০ মিনিট থেকে রাত ১০ টা অবধি চলবে এই বুক স্টল। ঠিক সংযুক্তপ্ললী পুজো মন্ডপের উল্টোদিকে।

একদম অন্যস্বাদের বই পেতে চলে আসুন এক স্টলে।এরই সঙ্গে পাবেন বিশেষ ছাড়।উদ্বোধনের পর থেকেই ক্রেতারা ভিড়ও জমিয়েছেন এই বুক স্টলে।তরুন কবিদের থেকে অভিনন্দন মুখোপাধ্যায় জানিয়েছেন সবাইকে আহবান। এই বুক স্টলে পাবেন নানা স্বাদের ভিন্ন ভিন্ন বই এবং মজাদার বই।


Share

dnews.in