নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
বর্ষা পড়তেই শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি এ নিয়ে এগিয়ে এসেছে একাধিক সংস্থা ক্লাব সংগঠন।”একটি বৃক্ষ একটি প্রাণে,ধরা ধামে স্বস্তি নামে” এই থিম নিয়ে হাজির হলো শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্প ও লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর।এদিন এলাকা জুড়ে বৃক্ষরোপণ করা হয় শতাধিক।
শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্প ও লায়ন্স ক্লাব অফ মেদিনীপুরের যৌথ উদ্যোগে উদযাপিত হলো অরণ্য সপ্তাহ।এই অনুষ্ঠানের থিম ছিল “একটি বৃক্ষ একটি প্রানে,ধরা ধামে স্বস্তি নামে”।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দোলই এবং লায়েন্স ক্লাব অফ মেদিনীপুরের সভাপতি ষষ্ঠ রাজপ্রসাদ মাহাত মহাশয়,সেক্রেটারী সমীর রঞ্জন,প্রাক্তন সভাপতি লায়ন পিনাক বিজয় চক্রবর্তী,সহ সম্পাদক লায়ন অশোক কুমার রুদ্র।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস এস এর দুই প্রোগ্রাম অফিসার ড: সুশান্ত দে এবং ড.ফটিক চন্দ্র অধিকারী মহাশয়।জাতীয় সেবা প্রকল্পের ৫৭ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিল।এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষাকর্মী গণ।কলেজের অধ্যক্ষ ড: সুশান্ত কুমার দোলই এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তার স্বাগত বক্তব্যের মাধ্যমে।লায়েন্স ক্লাবের সভাপতি রাজপ্রসাদ মাহাত,পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য বিভিন্ন উপদেশ দেন এবং বৃক্ষরোপণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রাখেন।সম্পাদক সমীর রঞ্জন মণ্ডল পরিবেশ রক্ষার বিষয়ে তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে স্বেচ্ছাসেবক দের অনুপ্রাণিত করেন।লায়েন্স ক্লাবের প্রাক্তন সভাপতি পিনাক বিজয় চক্রবর্তী পরিবেশ সুন্দর করে তোলার জন্য স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।
পরিশেষে ৪৭ টি বৃক্ষ রোপন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত দোলই।