নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মেদিনীপুর শহরে অন্যতম লক্ষ্মীমন্দিরের পুজো হলো সিংহ বাড়ির।ঐতিহ্যের সেই পুজোতে কবিগান,যাত্রাপালা আজ বিলুপ্ত কিন্তু তারপরও পুজোতে মেতে উঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা।এই বাড়ির পুজোর বিশেষত্ব দুই সহচরী মা লক্ষ্মীর দু’পাশে সর্বদায় বিরাজমান।
মেদিনীপুর শহর তথা এই ৯ নং ওয়ার্ডের মধ্যে এক এবং অন্যতম পুরনো লক্ষ্মী মন্দির হল কর্নেল গোলা সিংহ বাড়ির লক্ষ্মী মন্দির।বংশপরম্পরা মেনে এখনো সেই পুজো চালিয়ে আসছেন বর্তমান সেবায়েতরা। শোনা যায় পূর্বপুরুষ মদনমোহ সিংহ ব্যবসার খাতিরে কোন এক সময় ঝাড়গ্রাম থেকে এসেছিলেন মেদিনীপুরে। ব্যবসার সুনাম বৃদ্ধিতে লক্ষ্মী মন্দিরের প্রতিষ্ঠা করেন তিনি।সেই লক্ষ্মীপূজায় বিরাট জমকালো করতেন তিনি।লক্ষ্মী পূজোতে আসর বসত কবিগান,বাউল গান,যাত্রা পালা সঙ্গে হতো বিরাট আতশবাজির প্রদর্শন।
কিন্তু এরপর বর্তমানে সেই জমকালো আয়োজন আজ আর নেই।বিলুপ্ত হয়েছে সেই ঐতিহ্যর যাত্রাপালা,বাউল গান হয় না কিন্তু এই পূজোতে অংশগ্রহণ করে বর্তমান প্রজন্ম। একসঙ্গে আলপনা আঁকা,মন্দিরের রং করা,পূজো করা এবং ভোগ খাওয়ানোর রীতিনীতি বজায় রেখেছে।এই লক্ষ্মী মন্দিরের বিশেষত্ব হলো দুই সহচরী মা লক্ষ্মীর দু’পাশেই সব সময়ের জন্য বিরাজমান থাকেন এবং তারা পুজোও পান।