নিজস্ব প্রতিনিধি,গোয়ালতোড় :
স্মার্ট প্রিপেইড মিটারের নামে বিদ্যুতের নিয়ন্ত্রণ মুনাফাখোর হাতে তুলে দেওয়ার কেন্দ্র ও রাজ্য সরকারের দালালির পদক্ষেপ রুখে দেওয়ার বিরুদ্ধে রাস্তায় বামেরা।এইদিন CITU ও অন্যান্য সংগঠনের ডাকে গণআন্দোলনে সামিল হয় তারা।সারা এলাকা জুড়ে মিছিল করে গোয়ালতোড় কাস্টমার কেয়ারে এক ডেপুটেশনে সামিল হয় তারা।তাদের দাবি ছিল কৃষিতে বিনা মূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ প্রতিমাসে বিদ্যুৎ বিল নেওয়ার ব্যবস্থা গ্রহন।এইদিন কয়েকশো মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
সিআইটিইউ জেলা সম্পাদক গোপাল প্রামানিক,শুভদীপ সেন সহ বক্তারা বলেন ২০১৪ সালে মোদী সরকার বিদ্যুত বন্টন ব্যবস্থাকে বেসরকারীকরণ করার জন্য নয়া বিদ্যুৎ বিল পাশ করানোর চক্রান্ত শুরু করে।এখন প্রিপেড স্মার্ট মিটারের নামে সেই পদক্ষেপ চালু করে মুনাফাখোরদের দালালি করে নিজেরা পুষ্ট হতে চায়।এতে যেমন কয়েক লক্ষ কর্মচারীর কাজ যাবে তেমনি স্মার্ট মিটারিং স্কীমে জনগনের উপর বাড়তি ২ লক্ষ কোটি টাকারও বেশী বোঝা চাপিয়ে দেওয়া হবে এই ধরনের মিটার বড়জোর ৫-৭ বছর চলবে।
তারপর আবার ৮-৯ হাজার টাকা দিয়েই নতুন মিটার চালু করতে হবে। যা গরীব কৃষক শ্রমজীবী মানুষের আওত্বের বাইরে চলে যাবে।তাদের অভিযোগ ঠিক যে ভাবে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস ওভেন তুলে দিয়ে সিলিন্ডারের দাম ৪০০ টাকা থেকে পরপর আট বছরে বাড়িয়ে ১১৫০ টাকায় করেছে।এখন বিদ্যুৎ কে সেই আওতায় আনতে চায় বিজেপি সরকার এবং তা মেনে নিয়ে কার্যকর করতে চায় রাজ্যের তৃণমূল সরকার।